জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬; ধনবাড়ী উপজেলায় শিক্ষার তিন অর্জন- শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত
- আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬; ধনবাড়ী উপজেলায় শিক্ষার তিন অর্জন- শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত
ছামিউল ইসলাম রিপন (বিশেষ প্রতিনিধি):
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে হারিনাতেলী আর এম দাখিল মাদ্রাসা। একইসঙ্গে বীরতারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মোহাম্মদ রেজাউল হক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, বলদীআটা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব খলিলুর রহমান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্যে যে, তিনি এর আগেও সাতবার উপজেলা পর্যায়ে এবং একবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নে তিনি শতকরা ৮৭ ভাগ নম্বর অর্জন করেন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জনাব খলিলুর রহমান বলেন, “এই অর্জন শুধু আমার নয়, এটি আমাদের মাদ্রাসার অগ্রগতিতে সুনাম বয়ে আনবে। পেশাগত দায়িত্ব পালনে এটি আমাকে আরও দায়িত্বশীল ও উৎসাহী করে তুলবে।” বলদীআটা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব নজরুল ইসলাম বলেন, “খলিলুর রহমান একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও উদ্ভাবনী শিক্ষক। তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের।”
এছাড়াও বলদীআটা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং কেরাতে আবু সাঈম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য ক্যাটাগরিতে ধনবাড়ী উপজেলার মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী অংশ গ্রহণ করে নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বীরতারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মোহাম্মদ রেজাউল হক বলেন, “এই স্বীকৃতি কোনো একক ব্যক্তির নয়; এটি পুরো প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, এই স্বীকৃতি ধনবাড়ী উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষক সমাজে পেশাগত উৎকর্ষের চর্চাকে আরও শক্তিশালী করবে।


















