সরিষাবাড়ী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন আমিমুল এহসান শাহীন
- আপডেট সময় : ০৪:১৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
সরিষাবাড়ী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন আমিমুল এহসান শাহীন
ছামিউল ইসলাম রিপন (বিশেষ প্রতিনিধি):
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরিষাবাড়ী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক আমিমুল এহসান শাহীন। গত ০৪.০১.২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। তাঁর এই নিয়োগকে কলেজ পরিবার, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত সরিষাবাড়ী অনার্স কলেজ দীর্ঘ প্রায় ছয় দশক ধরে এ অঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই কলেজে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এখানে ইন্টারমিডিয়েট, ডিগ্রি (পাস), স্নাতক (সম্মান) এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স চালু রয়েছে, যা উপজেলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের বড় একটি সুযোগ তৈরি করেছে।
বর্তমানে কলেজটিতে চারটি বিষয়ে (বাংলা, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা) অনার্স কোর্স চালু রয়েছে, যা স্থানীয় শিক্ষার্থীদের ঢাকামুখী হওয়ার চাপ কমিয়ে নিজ এলাকায় থেকেই মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে। এই কারণে সরিষাবাড়ী অনার্স কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং পুরো উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক আমিমুল এহসান শাহীন বলেন,
“সরিষাবাড়ী অনার্স কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এর সুনাম ধরে রাখা এবং শিক্ষার মান আরও উন্নত করাই আমার প্রধান লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই কলেজকে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব।”
তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, একাডেমিক শৃঙ্খলা জোরদার, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।
কলেজের শিক্ষক পরিষদ, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনেরা তাঁর দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, অভিজ্ঞ ও মানবিক নেতৃত্বের মাধ্যমে সরিষাবাড়ী অনার্স কলেজ আগামী দিনে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।
একসময় যে প্রতিষ্ঠানটি শুধু একটি কলেজ ছিল, আজ সেটি সরিষাবাড়ীর পরিচয় বহনকারী একটি গর্বের নাম। নতুন নেতৃত্বে সেই গর্ব আরও বিস্তৃত হবে — এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।


















