নাজমুল আলম সোহাগ জেলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
- আপডেট সময় : ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
নাজমুল আলম সোহাগ জেলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
ভালুকা,ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কৃতী শিক্ষক নাজমুল আলম সোহাগ দ্বিতীয়বারের মতো জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় তিনি ময়মনসিংহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
এর আগে তিনি ভালুকা উপজেলা পর্যায়ে চারবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিভাগীয় পর্যায়েও একবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেছেন। চলতি বছর জেলা পর্যায়ে এই অর্জন তাঁর দ্বিতীয়বারের মতো।
নাজমুল আলম সোহাগ বর্তমানে ভালুকা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা পেশায় তাঁর নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবেই তিনি বারবার শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁর এই সাফল্যে ভালুকার শিক্ষক সমাজসহ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর এই অর্জন নতুন প্রজন্মের শিক্ষকদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

















