কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত
- আপডেট সময় : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত
আব্দুল মোমিন,কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক জনাব মো. সেলিম আহমদ,কুলাউড়া উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক,পরিবার সহ ও স্থানীয় শিক্ষানুরাগী মহলে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ইংরেজি শিক্ষায় তাঁর উদ্ভাবনী পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীবান্ধব আচরণ এবং নিয়মিত মূল্যায়ন কার্যক্রম তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা জানান, মো. সেলিম আহমদের এই স্বীকৃতি শিক্ষাঙ্গনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও তাঁর অবদান প্রশংসনীয়। কুলাউড়া উপজেলার
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. সেলিম আহমদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানোন্নয়নে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
















