ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা
- আপডেট সময় : ০৩:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা
সারাদেশে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে। এ বছর ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা।
তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ জেলায় ২ বার এবং ভালুকা উপজেলায় ১১ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে। এছাড়াও এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (৪ বার) নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের স্কাউটস গ্রুপ জেলায় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা বলেন, ‘আজকের এ সাফল্যে আমি অনেক আনন্দিত। আমি আমার বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য আমাকে আনন্দিত করে। বিদ্যালয়ের শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিসেও অনেক ভালো করছে। খেলাধুলায় বিভিন্ন ইভেন্টে প্রতিবছর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে জেলা পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়েও খেলছে। এছাড়াও বিভিন্ন ইভেন্টে জাতীয় পর্যায়েও পুরস্কার পেয়েছে। স্কাউটিংয়েও অনেক ভালো করছে। প্রতি বছর বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট’স স্কাউট পদক অর্জন করছে।”
তিনি আরও বলেন, “আমার এ প্রাপ্তি আমার ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীর। সকলের সহযোগিতার ফসল এ প্রাপ্তি। আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষা বান্ধব হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে। তাছাড়াও বিদ্যালযের প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়টি দিন দিন এগিয়ে যাচ্ছে। ’’














