শিগগিরই জারি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহ-প্রধান নিয়োগের পরিপত্র
- আপডেট সময় : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
শিগগিরই জারি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহ-প্রধান নিয়োগের পরিপত্র
নিউজ ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহ-প্রধান নিয়োগের পরিপত্র শিগগিরই জারি হচ্ছে। নিয়োগ পদ্ধতি চূড়ান্ত করতে ইতোমধ্যে খসড়া সিলেবাসও প্রস্তুত করা হয়েছে। সিলেবাস অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা হবে আটটি বিষয়ের ওপর। ৮টি বিষয়ে ৮০ নম্বর থাকবে। বাংলা, ইংরেজি, দক্ষতা, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি, প্রশাসনিক বিষয়ে দক্ষতা এবং আর্থিক বিধি-বিধান দক্ষতার ওপর। মোট ২৩টি পদে প্রতিষ্ঠান প্রধান সহ প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আজ (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, আগামী রোববার প্রতিষ্ঠান প্রধানের সিলেবাস প্রণয়নের বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সিলেবাস চূড়ান্ত করা হতে পারে।
এছাড়া মাদরাসা ও কারিগরি বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে সাতটি বিষয়ের ওপর পরীক্ষা হতে পারে।
মাদরাসার ক্ষেত্রে আরবি বিষয়ে ১০ নম্বব। কারিগরির ক্ষেত্রে কারিগরির বিষয়ে ১০। মাদরাসা ও কারিগরি ক্ষেত্রে স্কুল-কলেজের মতো গাণিতিক বিষয়গুলো থাকবে না। অর্থাৎ তা সীমিত আকারে থাকবে।
















