দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি Thu, 15 Jan 2026 16:16:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://www.dailyamaderfuram.com/wp-content/uploads/2026/01/cropped-fevoconff-32x32.jpg দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com 32 32 এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা https://www.dailyamaderfuram.com/?p=788 https://www.dailyamaderfuram.com/?p=788#respond Thu, 15 Jan 2026 16:16:01 +0000 https://www.dailyamaderfuram.com/?p=788 এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা
সুপ্রিয় এসএসসি-২০২৬ শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। হৃদয়ের সবটুকু ভালোবাসা ও আসন্ন পরীক্ষার জন্য শুভ কামনা।

আলহামদুলিল্লাহ, তোমাদের পরীক্ষা অতীব সন্নিকটে। আজ ১৫ জানুয়ারি, তোমাদের পরীক্ষার প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল, মঙ্গলবার তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই মূহুর্তে নতুন করে প্রস্তুতির বিষয়ে তেমন কিছু বলতে চাচ্ছি না। তবে, শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে প্রস্তুতির এই শেষ মুহূর্তে কি করনীয় সে বিষয়ে কিছু বলছি।

১। এই মূহুর্তে তোমার কাছে যে বিষয়গুলো একটু কঠিন লাগে বা মনে থাকে না সেগুলো ভালো করে একবার দেখার চেষ্টা করবে। তবে, নতুন করে কিছু পড়ার একদম দরকার নাই। যেমন- যে অধ্যায় তুমি আজ পর্যন্ত পড় নাই, কিন্তু সিলেবাসে আছে সেটা নতুন করে দেখার কোনই দরকার নাই। কারন, এখন নতুন করে পড়লে বেশি একটা মনে থাকবে না;
২। এই মূহুর্তে যে জিনিস গুলো পড়বে, ধরে নিবে এটাই তোমার শেষ বারের মতো পড়া। তুমি দ্বিতীয় বার পড়ার সময়ই আর পাবে না। ধরে নাও আগামীকালই তোমার পরীক্ষা। তাহলে, আজ তুমি যেমন ভাবে পড়তে ঠিক তেমনভাবেই এই কয়দিন পড়তে হবে।
৩। প্রস্তুতির অংশ হিসেবে এখন বেশি বেশি করে বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করো। একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, যাতে মনে থাকে। বিগত বোর্ড প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু না আসলেও ধরন অবশ্যই কমন আসবে। এজন্য বিগত চার- পাঁচ বছরের প্রশ্ন সমাধান করলেই যথেষ্ট। এর বাহিরে খুব কম প্রশ্নই আসবে।
৪। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিকট বিশেষ ভাবে অনুরোধ রইলো, এখন আর পড়াশোনা ছাড়া মোবাইল ব্যবহার করবে না। বইয়ের পিছনে বেশি বেশি সময় দাও। তাহলে, অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, ইনশাআল্লাহ।
৫। এই শেষ মূহুর্তে বেশী বেশী বহুনির্বাচনি প্রশ্নের সমাধান করে নিতে পারো। একই সাথে প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জ্ঞান মূলক ও অনুধাবন মূলক প্রশ্নের উত্তর গুলো দেখে নিলে ভালো হয়। এক্ষেত্রে শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই চলবে।
৬। তোমরা যেহেতু ইতিপূর্বে কোন পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করোনি, তাই কিভাবে পরীক্ষার খাতার কভার পৃষ্ঠা এবং বহুনির্বাচনির উত্তরপত্র লিখতে হবে সে সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে জেনে নিবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়াও এই মূহুর্তে আরো কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরী বলে মনে করছি, যেমন-
ক) যে বিষয়টির পড়া অনেকটা বাকি রয়ে গেছে, সেই বিষয়টির জন্য অবশ্যই বেশি সময় দিতে হবে;
খ) যে কলম দিয়ে তুমি লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করো, সেই রকম কয়েকটি কলম দিয়ে এখনই লিখে চালু করে রাখো;
গ) যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্থাৎ তোমাদের যাদের ব্যবহারিক পরীক্ষার মুখোমুখি হতে হবে, তারা এখনই তোমাদের ব্যবহারিক খাতা তৈরী করে রাখবে;
ঘ) বেশী রাত জেগে না পড়ে, একটু আগে ঘুমিয়ে ভোর রাতে জেগে পড়ার অভ্যেস করে নিলে ভালো হয়;
ঙ) নতুন করে কোন কিছু শিখতে যেও না, বরং ইতিপূর্বে যা শিখেছ কেবলমাত্র সেগুলো নিশ্চিত করো;
চ) নিয়মিত গোসল ও খাওয়া-দাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রাখবে।

শিক্ষার্থী বন্ধুরা, এখনো যদি বাকী সময়টা কষ্ট করো, তোমার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করবে, ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়ে অযথা টেনশন বা দুশ্চিন্তা করার কোনই প্রয়োজন নাই। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে নিজ নিজ সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো এবং তার কাছে প্রার্থনা করো। তিনি অবশ্যই তোমাদের চেষ্টার মূল্যায়ন করবেন।

সকল পরীক্ষার্থী বন্ধুদের জন্য নিরন্তর শুভকামনা। মনে রেখো, সফলতার গল্প আমরা সবাই শুনতে চাই, কিন্তু ব্যর্থতার গল্প কিন্তু দিনশেষে কেউই শুনবে না।

এম আরিফুজ্জামান, সিনিয়র শিক্ষক ও মাস্টার ট্রেইনার (গণিত)

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=788 0
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ আরও বাড়ল https://www.dailyamaderfuram.com/?p=785 https://www.dailyamaderfuram.com/?p=785#respond Thu, 15 Jan 2026 16:06:10 +0000 https://www.dailyamaderfuram.com/?p=785 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ আরও বাড়ল
নিউজ ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় পূর্বে প্রেরিত স্মারকের আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, গত ১৫ নভেম্বর হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, রিট পিটিশন নম্বর- ১৬৭৫৭/২০২৫ মামলায় হাইকোর্ট ৮ সেপ্টেম্বর তারিখে জারি করা ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ)’ অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন–সংক্রান্ত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করেছে।

এ পরিস্থিতিতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেসব প্রতিষ্ঠানে প্রবিধানমালার অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধি।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=785 0
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট: https://www.dailyamaderfuram.com/?p=782 https://www.dailyamaderfuram.com/?p=782#respond Wed, 14 Jan 2026 14:54:18 +0000 https://www.dailyamaderfuram.com/?p=782 গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট:

 

আ:রহমান খোকন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গণভোটে ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে- তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেশব্যাপী গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চলমান রয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর, আনন্দঘন ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতায় এক বিশাল ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বরিশাল বিভাগীয় জনপ্রিয় এক শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন, ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না। দ-প্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এছাড়াও ‘হ্যাঁ’ ভোট দিলে উপরের সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।
গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠান’টি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বিকাল পাঁচটায় শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি অফিসার আরজু আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়রন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসাইন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুনতাসীর মামুন প্রমুখ।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=782 0
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস দিয়ে জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। https://www.dailyamaderfuram.com/?p=777 https://www.dailyamaderfuram.com/?p=777#respond Wed, 14 Jan 2026 10:46:42 +0000 https://www.dailyamaderfuram.com/?p=777 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস দিয়ে জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনের ডিবি রোডে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরিক্ষা বাতিলের এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিগত ডিভাইস ব্যবহারসহ নানা অনিয়মের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এতে মেধাবী ও প্রকৃত পরীক্ষার্থীরা চরমভাবে বঞ্চিত হচ্ছেন।
তারা অবিলম্বে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ এবং জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান ।

বক্তারা আরো বলেন, দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=777 0
কোচিং বাণিজ্য বন্ধে জেলা প্রশাসকের দশ নির্দেশনা https://www.dailyamaderfuram.com/?p=765 https://www.dailyamaderfuram.com/?p=765#respond Tue, 13 Jan 2026 17:53:05 +0000 https://www.dailyamaderfuram.com/?p=765 কোচিং বাণিজ্য বন্ধে জেলা প্রশাসকের দশ নির্দেশনা

নওগাঁঃ নওগাঁ জেলার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করতে দশটি নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারী করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। গত রোববার স্বাক্ষরিত এ আজ মঙ্গলবার জেলা প্রশাসকের ফেইসবুক আইডিতে প্রকাশ করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী এর মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নভেম্বর ২০২৫ মাসে অনুষ্ঠিত সভায় শিক্ষকগণের কোচিং সেন্টার এবং কিন্ডারগার্টেনের সাথে সংশ্লিষ্টতা সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের আলোকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হলোঃ

শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালীন শ্রেণি সময়ের মধ্যে কোন শিক্ষক কোচিং করাতে পারবেন না (শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ এর শর্তসাপেক্ষে পারবেন)।

কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তাঁর নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের পূর্বানুমতি সাপেক্ষে দৈনিক বা প্রতিদিন অন্য যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সীমিত সংখ্যক (১০ জনের বেশি নয়) শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে লিখিতভাবে ছাত্র-ছাত্রীর তথ্য (রোল, শ্রেণি ও শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখসহ) জানাতে হবে।

কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা কোন কোচিং সেন্টারে নিজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না বা নিজে কোন কোচিং সেন্টারের মালিক হতে পারবেন না বা কোচিং সেন্টার গড়ে তুলতে

পারবেন না।

কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কোন শিক্ষার্থীকে কোচিং এ যেতে উৎসাহিত বা উদ্বুদ্ধ বা বাধ্য করতে পারবেন না। এমনকি কোন শিক্ষক/শিক্ষার্থীর নাম ব্যবহার করে বিজ্ঞাপন/ প্রচারণা চালাতে পারবেন না।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাঁদের নজরে কোচিং বাণিজ্য সম্পর্কিত কোন ঘটনা পরিলক্ষিত হলে অনতিবিলম্বে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে অবহিত করবেন।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনীয় প্রচারণার ব্যবস্থা করার পাশাপাশি অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় করবেন।

কোচিং বাণিজ্য বন্ধে প্রণীত নীতিমালায় বর্ণিত পদক্ষেপ কার্যকর করতে প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে।

কোচিং সেন্টারের নামে বাসা ভাড়া নিয়ে কোচিং বাণিজ্য পরিচালনা করা যাবে না।

কোন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বাদ দিয়ে কোচিং এর ক্লাসে উপস্থিত হতে পারবে না।

নীতিমালা অনুযায়ী পরিচালিত বৈধ কোচিং সেন্টার এর সময়সীমা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট শিফট চলাকালীন উক্ত শিফটের শিক্ষার্থীকে কোচিং এ পাঠদান না করানো হয়। কোচিং বাণিজ্য রোধে গঠিত জেলা মনিটরিং কমিটি এবং কোচিং সেন্টারের পরিচালকগণ বিষয়টি নিশ্চিত করবেন।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশনা জারি করা হলো। অন্যথায় বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=765 0
কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি ম‌ডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপ‌জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত https://www.dailyamaderfuram.com/?p=761 https://www.dailyamaderfuram.com/?p=761#respond Tue, 13 Jan 2026 16:57:45 +0000 https://www.dailyamaderfuram.com/?p=761 কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি ম‌ডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপ‌জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

আব্দুল মোমিন,কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি ম‌ডেল উচ্চ বিদ‌্যালয়ের ইং‌রে‌জি বিষ‌য়ের শিক্ষক জনাব মো. সেলিম আহমদ,কুলাউড়া উপ‌জেলার ‘শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক,প‌রিবার সহ ও স্থানীয় শিক্ষানুরাগী মহলে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ইংরেজি শিক্ষায় তাঁর উদ্ভাবনী পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীবান্ধব আচরণ এবং নিয়মিত মূল্যায়ন কার্যক্রম তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা জানান, মো. সেলিম আহমদের এই স্বীকৃতি শিক্ষাঙ্গনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও তাঁর অবদান প্রশংসনীয়। কুলাউড়া উপ‌জেলার
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. সেলিম আহমদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানোন্নয়নে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=761 0
ঢাবি ও জাবিতে কুলাউড়ার তাজুলের বাজিমাত: দেশসেরা মেধাতালিকায় শীর্ষস্থানে https://www.dailyamaderfuram.com/?p=758 https://www.dailyamaderfuram.com/?p=758#respond Tue, 13 Jan 2026 15:54:21 +0000 https://www.dailyamaderfuram.com/?p=758 ঢাবি ও জাবিতে কুলাউড়ার তাজুলের বাজিমাত: দেশসেরা মেধাতালিকায় শীর্ষস্থানে

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের করইগ্রামের কৃতি সন্তান মোঃ তাজুল ইসলাম (তাহসিন) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেধা তালিকায় শীর্ষস্থান দখল করে কুলাউড়া তথা পুরো জেলার মুখ উজ্জ্বল করেছেন তাজুল।

মোঃ তাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৬তম স্থান অর্জন করেছেন। এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করার গৌরব অর্জন করেন।

মোঃ তাজুল ইসলাম দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা রবিরবাজার থেকে দাখিল (মাধ্যমিক)পাশ করেন ও তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী ক্যাম্পাস) থেকে আলিম(উচ্চমাধ্যমিক )সম্পন্ন করেন।

শিক্ষার্থী মোঃ তাজুল ইসলাম বলেন,”আল্লাহর অশেষ রহমতে আমি এই সফলতা অর্জন করতে পেরেছি। আমার এই অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের দোয়া এবং অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমি আমার জন্মভূমি কুলাউড়ার মানুষের ভালোবাসা ও দোয়া চাই, যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি।”

এলাকাবাসীর মতে, তাজুলের এই সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তা’মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের শিক্ষকবৃন্দ ও ছাত্র সংসদ (টাকসু) নেতৃবৃন্দও তাজুলকে অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=758 0
মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা https://www.dailyamaderfuram.com/?p=755 https://www.dailyamaderfuram.com/?p=755#respond Tue, 13 Jan 2026 11:22:40 +0000 https://www.dailyamaderfuram.com/?p=755 মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
নিউজ ডেস্ক: পে স্কেল নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালেও বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে বলে স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার।
আর্থিক সংকট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

তবে এ উদ্দেশ্যে গঠিত পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি। কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে- যাতে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা যায়। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে, যা নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হবে।

সরকারি সূত্রে জানা গেছে, সময়ের স্বল্পতা ও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কারণে নির্বাচন-পূর্ব সময়ে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই।
ফলে নতুন কাঠামো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি গণমাধ্যমকে জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার প্রশ্নই ওঠে না। তার মতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত।

এদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সেখানে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য সময় উপযোগী একটি বেতন কাঠামো প্রণয়ন।
পে কমিশনের প্রতিবেদনে শুধু বেতন বৃদ্ধির প্রস্তাব নয়, বরং লাগামহীন মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই পূর্ণাঙ্গ কাঠামোই ভবিষ্যৎ সরকারের জন্য বেতন নির্ধারণের মূল রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=755 0
শিগগিরই জারি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহ-প্রধান নিয়োগের পরিপত্র https://www.dailyamaderfuram.com/?p=750 https://www.dailyamaderfuram.com/?p=750#respond Tue, 13 Jan 2026 09:35:42 +0000 https://www.dailyamaderfuram.com/?p=750 শিগগিরই জারি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহ-প্রধান নিয়োগের পরিপত্র
নিউজ ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহ-প্রধান নিয়োগের পরিপত্র শিগগিরই জারি হচ্ছে। নিয়োগ পদ্ধতি চূড়ান্ত করতে ইতোমধ্যে খসড়া সিলেবাসও প্রস্তুত করা হয়েছে। সিলেবাস অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা হবে আটটি বিষয়ের ওপর। ৮টি বিষয়ে ৮০ নম্বর থাকবে। বাংলা, ইংরেজি, দক্ষতা, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি, প্রশাসনিক বিষয়ে দক্ষতা এবং আর্থিক বিধি-বিধান দক্ষতার ওপর। মোট ২৩টি পদে প্রতিষ্ঠান প্রধান সহ প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আজ (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, আগামী রোববার প্রতিষ্ঠান প্রধানের সিলেবাস প্রণয়নের বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সিলেবাস চূড়ান্ত করা হতে পারে।
এছাড়া মাদরাসা ও কারিগরি বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে সাতটি বিষয়ের ওপর পরীক্ষা হতে পারে।
মাদরাসার ক্ষেত্রে আরবি বিষয়ে ১০ নম্বব। কারিগরির ক্ষেত্রে কারিগরির বিষয়ে ১০। মাদরাসা ও কারিগরি ক্ষেত্রে স্কুল-কলেজের মতো গাণিতিক বিষয়গুলো থাকবে না। অর্থাৎ তা সীমিত আকারে থাকবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=750 0
পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য https://www.dailyamaderfuram.com/?p=746 https://www.dailyamaderfuram.com/?p=746#respond Tue, 13 Jan 2026 07:46:40 +0000 https://www.dailyamaderfuram.com/?p=746 পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য
নিউজ ডেস্ক:
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পে স্কেল নিয়ে পে কমিশন কাজ করছে। তারা একেবারেই থেমে নেই, নিরবিচ্ছিন্নভবে কাজ করছে। আমি একটা ডেট ঠিক করে বলব। তখন আপনারা সব জানতে পারবেন।’
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আরও দুটি পে কমিশন আছে। জুডিশিয়ারি পে কমিশন এবং সশস্ত্র বাহিনী পে কমিশন। তারাও তাদের সুপারিশ পাঠাবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব।’
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=746 0