তথ্যপ্রযুক্তি – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি Sat, 29 Nov 2025 11:10:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://www.dailyamaderfuram.com/wp-content/uploads/2026/01/cropped-fevoconff-32x32.jpg তথ্যপ্রযুক্তি – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com 32 32 নতুন বছরে প্রথমবার কত বাড়ল স্বর্ণের দাম! https://www.dailyamaderfuram.com/?p=460 https://www.dailyamaderfuram.com/?p=460#respond Thu, 16 Jan 2025 05:57:02 +0000 https://deshamar24.com/?p=460

নতুন বছরে প্রথমবার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। ফাইল ছবি

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার  ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত বছরের ২৯ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ৩০ ডিসেম্বর থেকে।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=460 0
মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত https://www.dailyamaderfuram.com/?p=457 https://www.dailyamaderfuram.com/?p=457#respond Wed, 15 Jan 2025 14:51:11 +0000 https://deshamar24.com/?p=457 আলমগীর হোসেন

”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রখে কুমিল্লা মুরাদনগর উপজেলায় ৪৬তম উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, উপজেলা সহকারি পল্লীউন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=457 0
জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন নিপুণ https://www.dailyamaderfuram.com/?p=341 https://www.dailyamaderfuram.com/?p=341#respond Fri, 10 Jan 2025 09:31:44 +0000 https://deshamar24.com/?p=341
                               চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাসরিন আক্তার নিপুণকে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সেই সঙ্গে তার লন্ডন যাত্রাও বাতিল করা হয়।

মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, বিগত আ.লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=341 0
বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি https://www.dailyamaderfuram.com/?p=265 https://www.dailyamaderfuram.com/?p=265#respond Thu, 09 Jan 2025 09:33:00 +0000 https://deshamar24.com/?p=265 আলোচিত পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার (৫ জানুয়ারি) তাদের ছুটিতে পাঠানোর  নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো, এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক। এর আগে শনিবার ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=265 0
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা https://www.dailyamaderfuram.com/?p=266 https://www.dailyamaderfuram.com/?p=266#respond Thu, 09 Jan 2025 09:28:06 +0000 https://deshamar24.com/?p=266 নিউজ ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগরে এক্সক্যাভেটর ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। অভিযানে মুরাদনগর সদর ইউনিয়নের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ এলাকা থেকে ১টি এক্সক্যাভেটর অপসারণসহ মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বাপ্পি নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা সহ ২ টি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের ইউসুফনগর এলাকা হতে ৪ টি ড্রেজার ও প্রায় ২হাজার ৫শত ফুট পাইপ অপসারণসহ অবৈধ ড্রেজিং এর অপরাধে বিল্লাল নামের এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে ধামঘর ইউনিয়নের পরমতলা এলাকা হতে ১ টি এক্সক্যাভেটর অপসারণ করে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=266 0
সকাল ১০:৪০ হতে দুপুর ১৩:৩০ পর্যন্ত নিম্মোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে: https://www.dailyamaderfuram.com/?p=254 https://www.dailyamaderfuram.com/?p=254#respond Thu, 09 Jan 2025 08:26:59 +0000 https://deshamar24.com/?p=254 মুরাদনগর গ্রীড হতে ঠিকাদার কর্তৃক নির্মিত ৩৩কেভি লাইনে কাজ করার জন্য মুরাদনগর-৪ উপকেন্দ্র, MU1-5E ও MU1-7G ফিডার সাটডাউন প্রয়োজন হবে। উল্লেখিত কাজ করার জন্য আজ (০৯/০১/২৫ ইং) সকাল ১০:৪০ হতে দুপুর ১৩:৩০ পর্যন্ত নিম্মোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
ইউনিয়নের নাম :
* কামাল্লা
* রামচন্দ্রপুর উত্তর
. রামচন্দ্রপুর দক্ষিণ
* বাঙ্গুরা পশ্চিম (আংশিক গ্রামের নাম -বস নোয়াগাঁও, কালিপুর)
* ফরদাবাদ (আংশিক গ্রামের নাম -গাউরাটুল)
* শীকাইল(আংশিক গ্রামের নাম -পিপিরিয়া,পেন্নাই, বরিয়াচরা)
* রামকৃষ্ণপুর( আংশিক গ্রামের নাম -বালুয়াকান্দি)
* চান্দেরচর (আংশিক গ্রামের নাম- সিতারামপুর)
* যাত্রাপুর, রঘুরামপুর, মোচাগড়া( আংশিক)
* নগরপাড়, শিবানীপুর, উত্তর ত্রিশ, হোসেনতলা, নবীপুর, করিমপুর

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=254 0
মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩ https://www.dailyamaderfuram.com/?p=229 https://www.dailyamaderfuram.com/?p=229#respond Thu, 09 Jan 2025 06:24:51 +0000 https://deshamar24.com/?p=229
মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ Alamgir Hossain
কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বাঙ্গরা থানার আকবপুর গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ রোমান আহম্মেদ (২০), আন্দিকূট গ্রামের মৃত আলী হোসেন ব্যাপারীর ছেলে মোঙ্গল মিয়া (৫৫) ও ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরের কহরপাড়া (টেকা বাড়ী) এলাকার আ: রশিদ মিয়ার ছেলে মো: জহিরুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) নাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান করাকালীন সময় আন্দিকুট এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মোঃ রোমান আহম্মেদ (২০) ও
মোঙ্গল মিয়া (৫৫) কে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারির চালিত অটোরির সাথে জব্দ করা হয়।
অপরদিকে আকবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মো: জহিরুল ইসলামকে আটক ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=229 0
একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন https://www.dailyamaderfuram.com/?p=109 https://www.dailyamaderfuram.com/?p=109#respond Wed, 08 Jan 2025 13:28:36 +0000 https://deshamar24.com/?p=109 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=109 0
হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘানিশিল্প https://www.dailyamaderfuram.com/?p=106 https://www.dailyamaderfuram.com/?p=106#respond Wed, 08 Jan 2025 13:26:19 +0000 https://deshamar24.com/?p=106 বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গবাদিপশু-চালিত ঘানি তেল শিল্প। একসময় এই ঘানিতে সরিষা ও তিলসহ বিভিন্ন তেলবীজ থেকে উৎপাদিত খাঁটি তেল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত ছিল। পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত এই শিল্প গ্রামীণ অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। তবে আধুনিক প্রযুক্তির প্রসার, মেশিনে তেলের সহজলভ্যতা এবং নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে ঘানি তেল শিল্প এখন বিলুপ্তির পথে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মো. আছিমুদ্দিন (৬৫) তার পৈতৃক সূত্রে ৩৫-৪০ বছর ধরে এ পেশায় নিয়োজিত। তার ভাষায়, একসময় প্রতিটি বাড়িতেই তেল ভাঙানোর প্রচলন ছিল। কাঠ দিয়ে তৈরি ঘানি মেশিন এক বছর ধরে ব্যবহার করা যায় এবং এটি তৈরি করতে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। ৬ কেজি সরিষা থেকে ২ লিটার তেল এবং ৪ কেজি খৈল পাওয়া যায়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=106 0
ব্যাংকে কোনো ডলার সংকট নেই : বাণিজ্য উপদেষ্টা https://www.dailyamaderfuram.com/?p=103 https://www.dailyamaderfuram.com/?p=103#respond Wed, 08 Jan 2025 12:58:09 +0000 https://deshamar24.com/?p=103 গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। আমাদের রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ব্যাংকে ডলার সংকট, এই তথ্য সঠিক নয়। ব্যাংকে কোনো ডলার সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আলুর দাম ৫০ টাকারও কম। কিছুদিন আগেও অপ্রত্যাশিতভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসছে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=103 0