রাজনীতি – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি Sun, 11 Jan 2026 13:14:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://www.dailyamaderfuram.com/wp-content/uploads/2026/01/cropped-fevoconff-32x32.jpg রাজনীতি – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com 32 32 নওগাঁ-৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল https://www.dailyamaderfuram.com/?p=592 https://www.dailyamaderfuram.com/?p=592#respond Mon, 05 Jan 2026 16:09:39 +0000 https://www.dailyamaderfuram.com/?p=592 নওগাঁ-৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নওগাঁ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র যাচাই-বাছাইকালে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে দুইজন স্বতন্ত্রপ্রার্থী মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। রোববার বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

জানা যায়, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে স্বতন্ত্রপ্রার্থী বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এবং অপর স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেনের ১ ভাগ সমর্থকের স্বাক্ষরে গড়মিল থাকার অভিযোগে তাদের মানোনয়ন বাতিল করেছেন।

এ ব্যাপারে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি দাবী করে বলেন, তার সমর্থকদের কোন স্বাক্ষর ভূয়া নয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=592 0
একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন https://www.dailyamaderfuram.com/?p=109 https://www.dailyamaderfuram.com/?p=109#respond Wed, 08 Jan 2025 13:28:36 +0000 https://deshamar24.com/?p=109 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=109 0
হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘানিশিল্প https://www.dailyamaderfuram.com/?p=106 https://www.dailyamaderfuram.com/?p=106#respond Wed, 08 Jan 2025 13:26:19 +0000 https://deshamar24.com/?p=106 বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গবাদিপশু-চালিত ঘানি তেল শিল্প। একসময় এই ঘানিতে সরিষা ও তিলসহ বিভিন্ন তেলবীজ থেকে উৎপাদিত খাঁটি তেল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত ছিল। পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত এই শিল্প গ্রামীণ অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। তবে আধুনিক প্রযুক্তির প্রসার, মেশিনে তেলের সহজলভ্যতা এবং নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে ঘানি তেল শিল্প এখন বিলুপ্তির পথে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মো. আছিমুদ্দিন (৬৫) তার পৈতৃক সূত্রে ৩৫-৪০ বছর ধরে এ পেশায় নিয়োজিত। তার ভাষায়, একসময় প্রতিটি বাড়িতেই তেল ভাঙানোর প্রচলন ছিল। কাঠ দিয়ে তৈরি ঘানি মেশিন এক বছর ধরে ব্যবহার করা যায় এবং এটি তৈরি করতে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। ৬ কেজি সরিষা থেকে ২ লিটার তেল এবং ৪ কেজি খৈল পাওয়া যায়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=106 0
ব্যাংকে কোনো ডলার সংকট নেই : বাণিজ্য উপদেষ্টা https://www.dailyamaderfuram.com/?p=103 https://www.dailyamaderfuram.com/?p=103#respond Wed, 08 Jan 2025 12:58:09 +0000 https://deshamar24.com/?p=103 গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। আমাদের রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ব্যাংকে ডলার সংকট, এই তথ্য সঠিক নয়। ব্যাংকে কোনো ডলার সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আলুর দাম ৫০ টাকারও কম। কিছুদিন আগেও অপ্রত্যাশিতভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসছে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=103 0
পুরুষ ও মহিলা সৈনিক নেবে সেনাবাহিনী https://www.dailyamaderfuram.com/?p=100 https://www.dailyamaderfuram.com/?p=100#respond Wed, 08 Jan 2025 12:54:06 +0000 https://deshamar24.com/?p=100 সাধারণ ও টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা কোটা অনুযায়ী মোট তিনটি ধাপে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। বাছাই পদ্ধতিসহ বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মাহমুদবাছাই পদ্ধতি
স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা—লিখিত পরীক্ষায় এই বিষয়গুলোর ওপর প্রশ্ন করা হবে। সাধারণ ট্রেডের পরীক্ষা নেওয়া হবে জেলা বা বিভাগ অনুযায়ী বিভিন্ন সেনানিবাসে। টেকনিক্যাল পদের পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে বগুড়া, চট্টগ্রাম, নাটোর, যশোর, খুলনা, টাঙ্গাইল, গাজীপুর এবং সৈয়দপুর সেনানিবাসে।
টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ব্যাবহারিক পরীক্ষাও নেওয়া হবে।

পরীক্ষার প্রস্তুতি যেভাবে

লিখিত পরীক্ষায় সাধারণ ট্রেডের ক্ষেত্রে নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবইয়ের সিলেবাস অনুসারে প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক বিষয়ে আপডেট থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সাধারণ ট্রেডের মতোই প্রস্তুতির সঙ্গে যার যার সংশ্লিষ্ট ট্রেডে লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=100 0
দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান https://www.dailyamaderfuram.com/?p=53 https://www.dailyamaderfuram.com/?p=53#respond Wed, 08 Jan 2025 12:19:25 +0000 https://deshamar24.com/?p=53 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=53 0
আগামী সপ্তাহে চাঁদে নভোযান পাঠাচ্ছে মার্কিন কম্পানি https://www.dailyamaderfuram.com/?p=50 https://www.dailyamaderfuram.com/?p=50#respond Wed, 08 Jan 2025 12:15:17 +0000 https://deshamar24.com/?p=50 মার্কিন কম্পানি ফায়ারফ্লাই অ্যারোস্পেস নাসার একটি পরীক্ষামূলক কর্মসূচির অধীনে আগামী সপ্তাহে চাঁদে একটি নভোযান পাঠাচ্ছে। সংস্থাটি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি বুধবার এ খবর জানিয়ে বলেছে, নাসা এই অভিযানের ব্যয় কমাতে বাণিজ্যিক খাতের সঙ্গে অংশীদারি করছে। এই অভিযান সফল হলে তা হবে অ্যাপোলো যুগের অবসানের পর দ্বিতীয়বারের মতো মার্কিন কোনো রোবটিক মহাকাশযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণ।
টেক্সাসভিত্তিক ফায়ারফ্লাই স্পেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে লিখেছে, ‘প্রস্তুত হন! চাঁদে আমাদের যাত্রা বুধবার (১৫ জানুয়ারি) ইএসটি সময় মধ্যরাত ১টা ১১ মিনিটে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে চড়ে শুরু হবে।’

কম্পানির ল্যান্ডার ব্লু ঘোস্ট ৬.৬ ফুট লম্বা ও ১১.৫ ফুট চওড়া। এর লক্ষ্য হবে চাঁদের উত্তর-পূর্ব দিকে মারে ক্রিসিয়ামের মধ্যে অবস্থিত মনস ল্যাট্রেইল নামের একটি আগ্নেয়গিরির জায়গায় ১০টি বিজ্ঞান গবেষণা প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শনের জন্য সরঞ্জাম সরবরাহ করা। ব্লু ঘোস্ট চাঁদের উদ্দেশে ৪৫ দিন ভ্রমণ করবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=50 0
অস্কারে প্রথম বাংলা সিনেমা হিসেবে সেরার দৌড়ে ‘পুতুল’ https://www.dailyamaderfuram.com/?p=47 https://www.dailyamaderfuram.com/?p=47#respond Wed, 08 Jan 2025 12:11:13 +0000 https://deshamar24.com/?p=47 অস্কারের দৌড়ে বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে জায়গা করে নিল ওপার বাংলার সিনেমা ‘পুতুল’। প্রথম বাংলা চলচ্চিত্র হিসেবে এই কৃতিত্ব অর্জন করল ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত সিনেমাটি। ‘দ্য একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছে ‘পুতুল’-এর নাম।

এবারের আসরে মোট ৩২৩টি সিনেমা একাডেমি পুরস্কারের যোগ্য সিনেমার তালিকায় রাখা হয়েছে। তবে ‘বেস্ট পিকচার’ বিভাগে স্থান পেয়েছে মাত্র ২০৭টি সিনেমা। এগুলোর মধ্যেই ‘পুতুল’ অন্যতম।
অস্কার কমিটির কাছ থেকে ই-মেইল পেয়েই সুখবরটি জানান নির্মাতা ইন্দিরা ধর মুখার্জি। পরিচালকের কথায়, ‘আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য একাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=47 0
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া https://www.dailyamaderfuram.com/?p=44 https://www.dailyamaderfuram.com/?p=44#respond Wed, 08 Jan 2025 12:09:10 +0000 https://deshamar24.com/?p=44 যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা।

গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=44 0
ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাস https://www.dailyamaderfuram.com/?p=41 https://www.dailyamaderfuram.com/?p=41#respond Wed, 08 Jan 2025 12:06:56 +0000 https://deshamar24.com/?p=41 দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে বাড়ছে ভোগান্তি। শীতের এমন পরিস্থিতি আরো কয়েকদিন থাকতে পারে। সঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ জানুয়ারি) ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। গতকালের চেয়ে শীত বেড়েছে সারা দেশেই। কুয়াশা বেশি থাকায় সকাল থেকেই মেলেনি সূর্যের দেখা। তবে বেলা বাড়ার সঙ্গে হালকা রোদের দেখা পেয়েছে রাজধানীবাসী।
অধিদপ্তর জানিয়েছে, কুয়াশার পরিমাণ বাড়ছে। বাড়ছে শীতও। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=41 0