লাইফস্টাইল – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি Sat, 29 Nov 2025 11:11:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://www.dailyamaderfuram.com/wp-content/uploads/2026/01/cropped-fevoconff-32x32.jpg লাইফস্টাইল – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com 32 32 নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন পড়শী https://www.dailyamaderfuram.com/?p=430 https://www.dailyamaderfuram.com/?p=430#respond Mon, 13 Jan 2025 10:40:12 +0000 https://deshamar24.com/?p=430                                             সংগৃহীত ছবি

গানের জগতে ব্যস্ত সময় পার করছেন সাবরিনা পড়শী। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন নতুন নতুন গান। তবে এরই মধ্যে সেরে ফেলেছেন বিয়ের কাজটিও। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাদের পরিবারের ঘনিষ্ঠজনেরা। জানা গেছে, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন পড়শী ও নিলয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসলে তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু করে পরিবার। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের খবরটি তারা এখনই সামনে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানের জড়তে পার করছেন ১৬ বছর। গানের পাশাপাশি সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=430 0
বাধ্য হয়েই বিয়ের পিঁড়িতে জোভান-তটিনী! https://www.dailyamaderfuram.com/?p=371 https://www.dailyamaderfuram.com/?p=371#respond Sat, 11 Jan 2025 11:31:01 +0000 https://deshamar24.com/?p=371 ছোট পর্দার দুই প্রিয় মুখ জোভান ও তটিনী। একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন তারা। এবার এই দুই তারকা বাধ্য হয়ে করেছেন বিয়ে!

প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায়। কিন্তু এতটা পরস্পরবিরোধী প্রেমিক-প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি। যেমনটা দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া জোভান-তটিনীর ‘বিয়ের গণ্ডগোল’ থেকে।ন জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। গল্পটির প্রধান দুই চরিত্র অনিক আর তন্দ্রা।

নাটকটির গল্পে দেখা গেছে, অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, যে সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো।

 

 

নাটকটিতে, অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে।আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে।

নির্মাতা মাসরিকুল আলম জানান, নাটকটির গল্প তো এখন সবারই জানা। তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্নমাত্রার গল্প দেখাতে। দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে, সেই চেষ্টায় আমরা কিছুটা সফল। বলা উচিত, অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ জোভান ও তটিনী নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।

‘বিয়ের গণ্ডগোল’-এ অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ।

 

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=371 0
জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন নিপুণ https://www.dailyamaderfuram.com/?p=341 https://www.dailyamaderfuram.com/?p=341#respond Fri, 10 Jan 2025 09:31:44 +0000 https://deshamar24.com/?p=341
                               চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাসরিন আক্তার নিপুণকে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সেই সঙ্গে তার লন্ডন যাত্রাও বাতিল করা হয়।

মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, বিগত আ.লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=341 0
ছয় ব্যাংকে বিশেষ নিরীক্ষা শুরু, নির্ধারিত হবে ব্যাংকের গুলার ভবিষ্যৎ https://www.dailyamaderfuram.com/?p=272 https://www.dailyamaderfuram.com/?p=272#respond Thu, 09 Jan 2025 10:17:42 +0000 https://deshamar24.com/?p=272 আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়া ছয়টি ব্যাংকের সম্পদের (ঋণের) প্রকৃত আর্থিক চিত্র বের করতে নিরীক্ষা শুরু করেছে দুই বৈশ্বিক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি। এসব ব্যাংক একীভূত, অধিগ্রহণ, অবসায়ন করা হবে নাকি মূলধন জুগিয়ে ও ঋণ আদায় জোরদার করে শক্তিশালী করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে। ফলে নিরীক্ষা শেষে নির্ধারিত হবে এসব ব্যাংকের ভবিষ্যত।

আগামী ছয় মাসের মধ্যে এই বিশেষ নিরীক্ষা শেষ করার পরিকল্পনা করা হয়েছে। বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ কাজের জন্য অর্থ দিচ্ছে।

ব্যাংক ছয়টি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ইতিমধ্যে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানো হয়েছে।

এই নিরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ব্যাংকের জন্য একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে বিশেষ দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নিরীক্ষা প্রতিষ্ঠানেরও একজন কর্মকর্তা বিশেষ দায়িত্বে থাকবেন। কী কী তথ্যের ভিত্তিতে নিরীক্ষা করা হবে, ইতিমধ্যে ব্যাংকগুলোকে তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুই নিরীক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় নিরীক্ষক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক ছয়টিতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। আগামী সপ্তাহের শুরুতে দুই নিরীক্ষা সংস্থার একাধিক প্রতিনিধি দেশে আসার কথা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্রমতে, আর্নেস্ট অ্যান্ড ইয়াং নিরীক্ষা করছে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের সম্পদের প্রকৃত মান। কেপিএমজির নিরীক্ষার আওতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সম্পদ। এর মধ্যে চারটি ব্যাংকের মালিকানা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলমের হাতে। তাঁর মালিকানাধীন ব্যবসায়ী গোষ্ঠীটি এসব ব্যাংকের বড় অঙ্কের অর্থ নামে-বেনামে বের করে নেয়, যা এখন ফেরত আসছে না। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

কেন এই নিরীক্ষা
ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নানা তথ্য চেয়েছে, যা নিরীক্ষকদের সরবরাহ করা হবে। চিঠিতে বলা হয়েছে, ব্যাংকিং খাত সংস্কারে একটি টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক, যার লক্ষ্য হলো ঋণদানে শৃঙ্খলা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সেবাদান নিশ্চিত, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনগণের আস্থা বৃদ্ধি করা। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করতে চায়। ব্যাংকিং খাতের আন্তর্জাতিক ব্যবসায় ব্যাপক অংশগ্রহণ রয়েছে এবং বিভিন্ন পক্ষ জড়িত থাকে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানও রয়েছে। এই বিবেচনায় আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকগুলোর সম্পদের গুণগত মানের সঠিক মূল্যায়ন করতে নিয়োগ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক একটি আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানকে ব্যাংকগুলোর সম্পদ গুণগত মান পর্যালোচনা (একিউআর) করতে নিয়োগ করেছে। এই পর্যালোচনার আওতায় আসবে ব্যাংকগুলোর গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্পদ। প্রক্রিয়ার অংশ হিসেবে পরামর্শদাতা প্রতিষ্ঠান ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা, নিরীক্ষক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহের জন্য যোগাযোগ করবে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলোর যে ক্ষতি করা হয়েছে, তা স্থানীয় ভালো নিরীক্ষক দিয়ে বের করা হলে তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলত। এ জন্য আন্তর্জাতিক নিরীক্ষা খুবই সময়োপযোগী উদ্যোগ। এতে অনিয়মের প্রকৃত সুবিধাভোগী ও কারা দায়ী তা বের হবে। তাদের প্রতিবেদন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, যা দিয়ে প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আইনি কাজে ব্যবহার করা যাবে। এতে অনেকের মুখও বন্ধ করা যাবে।’

যেসব তথ্য খোঁজা হচ্ছে
চিঠিতে একিউআর প্রক্রিয়ায় কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে। এগুলো হলো আর্থিক নীতিমালা, সম্পদের ঝুঁকি ও মূল্যায়ন; অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নীতিমালা, ঋণ শ্রেণীকরণ ও পুনঃতফসিল ঋণ। এ ছাড়া একক ঋণগ্রহীতা ও বড় ঋণের সীমা–সম্পর্কিত নীতিমালা, ব্যাংকের বড় খেলাপি ঋণগ্রহীতা এবং অন্যান্য ঋণঝুঁকি কমাতে ব্যাংকের হিসাবরক্ষণ নীতিমালা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণপদ্ধতির মূল্যায়ন করা হবে। পাশাপাশি বিদ্যমান নিয়মাবলি অনুযায়ী তারল্য ও বিনিয়োগ নীতিমালার মূল্যায়ন করা হবে।

ঋণপত্রসহ ব্যাংকের অন্য ঋণ অনুমোদন ও ঋণঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর আন্তর্জাতিক সেরা অনুশীলন এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যতাসহ ঋণের গুণগত মূল্যায়ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে ব্যাংকের ঋণ শ্রেণীকরণের এবং আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন করে লোকসানের প্রকৃত চিত্র; ব্যাংকের বৈদেশিক দায় নির্ধারণ করা এবং তা কেন্দ্রীয় ব্যাংকের নীতি মেনে হয়েছে কি না; ব্যাংকের পৃথক ঋণ এবং সিকিউরিটিজ পর্যালোচনা; ঋণ ছাড়া অন্যান্য সম্পদ যার ঋণঝুঁকি আছে—এসব বিষয়ও পর্যালোচনা করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নথি অনুযায়ী, ঋণের বিপরীতে যে জামানত আছে, তা মূল্যায়ন করবেন নিরীক্ষকেরা। এর পাশাপাশি জব্দ সম্পত্তির দামও পর্যালোচনা করা হবে। বড় খেলাপি ও ইচ্ছাকৃত ঋণগ্রহীতাদের চিহ্নিত করা এবং এ–সংক্রান্ত পদ্ধতির মূল্যায়ন করা হবে। বড় ঋণের সীমার উদ্দেশ্যে, একক ঋণগ্রহীতা গ্রুপ এবং গ্রুপ–সম্পর্কিত পক্ষকে চিহ্নিত করার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে ঋণের সঙ্গে সাবেক ও বর্তমান পরিচালক এবং অন্য ব্যাংকের পরিচালকদের সম্পর্ক আছে কি না, তা চিহ্নিত করা হবে। ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ঋণ পর্যালোচনা এবং চিহ্নিত করা হবে এ নিরীক্ষার আওতায়। নিরীক্ষার আওতায় আনা ব্যাংকের সম্পদের গঠন বিশ্লেষণ করা হবে।

ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নথিপত্র তৈরি করে তা ছেপে ও ইলেকট্রনিক ফরম্যাটে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি এই নথিপত্রগুলোর একটি কপি সংরক্ষণ করতে হবে, যা পরামর্শদাতা প্রতিষ্ঠানকে দেওয়া যাবে। নিযুক্ত পরামর্শদাতা প্রতিষ্ঠানকে কার্যকরভাবে সম্পদের গুণগত মান পর্যালোচনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে পূর্ণ সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=272 0
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা https://www.dailyamaderfuram.com/?p=266 https://www.dailyamaderfuram.com/?p=266#respond Thu, 09 Jan 2025 09:28:06 +0000 https://deshamar24.com/?p=266 নিউজ ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগরে এক্সক্যাভেটর ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। অভিযানে মুরাদনগর সদর ইউনিয়নের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ এলাকা থেকে ১টি এক্সক্যাভেটর অপসারণসহ মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বাপ্পি নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা সহ ২ টি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের ইউসুফনগর এলাকা হতে ৪ টি ড্রেজার ও প্রায় ২হাজার ৫শত ফুট পাইপ অপসারণসহ অবৈধ ড্রেজিং এর অপরাধে বিল্লাল নামের এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে ধামঘর ইউনিয়নের পরমতলা এলাকা হতে ১ টি এক্সক্যাভেটর অপসারণ করে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=266 0
সকাল ১০:৪০ হতে দুপুর ১৩:৩০ পর্যন্ত নিম্মোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে: https://www.dailyamaderfuram.com/?p=254 https://www.dailyamaderfuram.com/?p=254#respond Thu, 09 Jan 2025 08:26:59 +0000 https://deshamar24.com/?p=254 মুরাদনগর গ্রীড হতে ঠিকাদার কর্তৃক নির্মিত ৩৩কেভি লাইনে কাজ করার জন্য মুরাদনগর-৪ উপকেন্দ্র, MU1-5E ও MU1-7G ফিডার সাটডাউন প্রয়োজন হবে। উল্লেখিত কাজ করার জন্য আজ (০৯/০১/২৫ ইং) সকাল ১০:৪০ হতে দুপুর ১৩:৩০ পর্যন্ত নিম্মোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
ইউনিয়নের নাম :
* কামাল্লা
* রামচন্দ্রপুর উত্তর
. রামচন্দ্রপুর দক্ষিণ
* বাঙ্গুরা পশ্চিম (আংশিক গ্রামের নাম -বস নোয়াগাঁও, কালিপুর)
* ফরদাবাদ (আংশিক গ্রামের নাম -গাউরাটুল)
* শীকাইল(আংশিক গ্রামের নাম -পিপিরিয়া,পেন্নাই, বরিয়াচরা)
* রামকৃষ্ণপুর( আংশিক গ্রামের নাম -বালুয়াকান্দি)
* চান্দেরচর (আংশিক গ্রামের নাম- সিতারামপুর)
* যাত্রাপুর, রঘুরামপুর, মোচাগড়া( আংশিক)
* নগরপাড়, শিবানীপুর, উত্তর ত্রিশ, হোসেনতলা, নবীপুর, করিমপুর

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=254 0
একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন https://www.dailyamaderfuram.com/?p=109 https://www.dailyamaderfuram.com/?p=109#respond Wed, 08 Jan 2025 13:28:36 +0000 https://deshamar24.com/?p=109 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=109 0
হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘানিশিল্প https://www.dailyamaderfuram.com/?p=106 https://www.dailyamaderfuram.com/?p=106#respond Wed, 08 Jan 2025 13:26:19 +0000 https://deshamar24.com/?p=106 বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গবাদিপশু-চালিত ঘানি তেল শিল্প। একসময় এই ঘানিতে সরিষা ও তিলসহ বিভিন্ন তেলবীজ থেকে উৎপাদিত খাঁটি তেল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত ছিল। পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত এই শিল্প গ্রামীণ অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। তবে আধুনিক প্রযুক্তির প্রসার, মেশিনে তেলের সহজলভ্যতা এবং নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে ঘানি তেল শিল্প এখন বিলুপ্তির পথে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মো. আছিমুদ্দিন (৬৫) তার পৈতৃক সূত্রে ৩৫-৪০ বছর ধরে এ পেশায় নিয়োজিত। তার ভাষায়, একসময় প্রতিটি বাড়িতেই তেল ভাঙানোর প্রচলন ছিল। কাঠ দিয়ে তৈরি ঘানি মেশিন এক বছর ধরে ব্যবহার করা যায় এবং এটি তৈরি করতে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। ৬ কেজি সরিষা থেকে ২ লিটার তেল এবং ৪ কেজি খৈল পাওয়া যায়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=106 0
ব্যাংকে কোনো ডলার সংকট নেই : বাণিজ্য উপদেষ্টা https://www.dailyamaderfuram.com/?p=103 https://www.dailyamaderfuram.com/?p=103#respond Wed, 08 Jan 2025 12:58:09 +0000 https://deshamar24.com/?p=103 গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। আমাদের রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ব্যাংকে ডলার সংকট, এই তথ্য সঠিক নয়। ব্যাংকে কোনো ডলার সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আলুর দাম ৫০ টাকারও কম। কিছুদিন আগেও অপ্রত্যাশিতভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসছে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=103 0
পুরুষ ও মহিলা সৈনিক নেবে সেনাবাহিনী https://www.dailyamaderfuram.com/?p=100 https://www.dailyamaderfuram.com/?p=100#respond Wed, 08 Jan 2025 12:54:06 +0000 https://deshamar24.com/?p=100 সাধারণ ও টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা কোটা অনুযায়ী মোট তিনটি ধাপে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। বাছাই পদ্ধতিসহ বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মাহমুদবাছাই পদ্ধতি
স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা—লিখিত পরীক্ষায় এই বিষয়গুলোর ওপর প্রশ্ন করা হবে। সাধারণ ট্রেডের পরীক্ষা নেওয়া হবে জেলা বা বিভাগ অনুযায়ী বিভিন্ন সেনানিবাসে। টেকনিক্যাল পদের পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে বগুড়া, চট্টগ্রাম, নাটোর, যশোর, খুলনা, টাঙ্গাইল, গাজীপুর এবং সৈয়দপুর সেনানিবাসে।
টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ব্যাবহারিক পরীক্ষাও নেওয়া হবে।

পরীক্ষার প্রস্তুতি যেভাবে

লিখিত পরীক্ষায় সাধারণ ট্রেডের ক্ষেত্রে নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবইয়ের সিলেবাস অনুসারে প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক বিষয়ে আপডেট থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সাধারণ ট্রেডের মতোই প্রস্তুতির সঙ্গে যার যার সংশ্লিষ্ট ট্রেডে লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=100 0