জাতীয় – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি Sun, 11 Jan 2026 13:25:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://www.dailyamaderfuram.com/wp-content/uploads/2026/01/cropped-fevoconff-32x32.jpg জাতীয় – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com 32 32 ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের, ৬ দশমিক ৭ ডিগ্রিতে কাঁপছে নওগাঁ জনপদ  https://www.dailyamaderfuram.com/?p=615 https://www.dailyamaderfuram.com/?p=615#respond Wed, 07 Jan 2026 03:49:25 +0000 https://www.dailyamaderfuram.com/?p=615 ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের, ৬ দশমিক ৭ ডিগ্রিতে কাঁপছে নওগাঁ জনপদ

নওগাঁ প্রতিনিধিঃ ঘড়ির কাটা সকাল সাড়ে ৮টার ঘরে। ঝড়ছে শিশির, পড়ছে কুয়া, দেখা নেই সূর্যের, মেঘলা রয়েছে আকাশ। আর ঘন কুয়াশার সাথে উত্তর থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। প্রায় গত দুই সপ্তাহ থেকে হাড় কাঁপানো ঠান্ডার জবুথবু জনজীবন। এ জেলায় কয়েকদিন থেকে তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে ৮ থেকে ১১ ডিগ্রির ঘরে। আজ নওগাঁর তাপমাত্রা নেমে এসেছে ৬ ডিগ্রির ঘরে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় বদলগাছী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এটিই চলতি শীত মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক।

আবহাওয়া কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, শীত যাচ্ছে না। আরও কয়েক দিন এরকম থাকবে। বর্তমানে নওগাঁর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। এছাড়াও ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। শৈত্য প্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সাথে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে।

এদিকে কনকনে শীতের কারণে জনজীবন জবুথুবু হয়ে পড়েছে। নেমে এসেছে তীব্র শীতের ভয়। সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছে বেকায়দায়। সাধারণ মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।

জানা যায়, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে। আজ ভোর থেকেই কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। দশ হাত পর পর কোন কিছু দেখা যাচ্ছে না। সড়ক গুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহগুলো চলাচল করছে। শহরে লোক ও যানবাহন চলাচল অনেক কম। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। শীতার্ত ও ছিন্নমূল মানুষেরা কনকনে শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য অনেকেই বাড়ির আঙিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছেন।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=615 0
বাবেশিকফো নেতৃবৃন্দের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাজ্ঞাপন https://www.dailyamaderfuram.com/?p=584 https://www.dailyamaderfuram.com/?p=584#respond Mon, 05 Jan 2026 15:45:37 +0000 https://www.dailyamaderfuram.com/?p=584 বাবেশিকফো নেতৃবৃন্দের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাজ্ঞাপন

বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন এর নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরবর্তীতে শিক্ষক নেতৃবৃন্দকে নিয়ে বিএনপি দলীয় কার্যালয় রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। সভাপতির সাথে মহাসচিব রফিকুল ইসলাম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, আব্দুল হালিম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-মহাসচিব তোফায়েল সরকার, ওমর ফারুক সোহাগ, সালাউদ্দিন মৌলভী, সোহেলী দাস, নির্বাহী সাংগঠনিক সম্পাদক এস এম ফরিদ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দুয়া পরিচালনা করেন ফোরামের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন মৌলভী।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=584 0
বাবেশিকফো নেতৃবৃন্দের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাজ্ঞাপন https://www.dailyamaderfuram.com/?p=504 https://www.dailyamaderfuram.com/?p=504#respond Sun, 04 Jan 2026 15:10:02 +0000 https://protidineraraihazar.com/?p=504

বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন এর নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরবর্তীতে শিক্ষক নেতৃবৃন্দকে নিয়ে বিএনপি দলীয় কার্যালয় রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। সভাপতির সাথে মহাসচিব রফিকুল ইসলাম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, আব্দুল হালিম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-মহাসচিব তোফায়েল সরকার, ওমর ফারুক সোহাগ, সালাউদ্দিন মৌলভী, সোহেলী দাস, নির্বাহী সাংগঠনিক সম্পাদক এস এম ফরিদ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দুয়া পরিচালনা করেন ফোরামের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন মৌলভী।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=504 0
নতুন বছরে প্রথমবার কত বাড়ল স্বর্ণের দাম! https://www.dailyamaderfuram.com/?p=460 https://www.dailyamaderfuram.com/?p=460#respond Thu, 16 Jan 2025 05:57:02 +0000 https://deshamar24.com/?p=460

নতুন বছরে প্রথমবার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। ফাইল ছবি

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার  ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত বছরের ২৯ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ৩০ ডিসেম্বর থেকে।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=460 0
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ দেওয়ার আহ্বান https://www.dailyamaderfuram.com/?p=436 https://www.dailyamaderfuram.com/?p=436#respond Tue, 14 Jan 2025 05:30:31 +0000 https://deshamar24.com/?p=436 মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমানের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা ভিসার বিষয়টি আলোচনা করেন।

এসময়, কাজে যোগদানের সময়সীমা অতিক্রম করা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের দেশটিতে প্রবেশে সহায়তার অনুরোধ জানানো হয় তাকে। হাইকমিশনার জানান, এ বিষয়ে শিগগিরই বৈঠক হওয়ার হবার কথা আছে। বিষয়টি নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে। আজ মঙ্গলবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে এই কমিটির।

প্রধান উপদেষ্টা আশা করেন, বাংলাদেশি শ্রমিকদের বিষয় দ্রুত সমাধান করবে, মালয়েশিয়া।

গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এ প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা পরিকল্পনা সাজাতে পারে।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে গত ১ জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=436 0
*শীতবস্ত্র বিতরণ ১ম পর্ব – ২০২৫: পীর সাহেব হুজুরের উপহার* https://www.dailyamaderfuram.com/?p=367 https://www.dailyamaderfuram.com/?p=367#comments Sat, 11 Jan 2025 09:01:47 +0000 https://deshamar24.com/?p=367

*সোনাকান্দা, ২০২৫:*
সোনাকান্দা দরবার শরীফের পরিচালনায় #ইনফাক্ব_ফর_হিউম্যান উদ্যোগে শীতবস্ত্র বিতরণের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন *অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর*, যিনি বাংলাদেশের *তালিমে হিযবুল্লাহ* সংগঠনের আমির। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, “আমাদের কর্তব্য হলো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করতে চাই।”

এছাড়াও, এ উদ্যোগের সফল বাস্তবায়নে *বাংলাদেশ তালিমে হিযবুল্লাহ* ও *বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা* এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর সার্বিক সহযোগিতা ছিল। তারা এই শীতবস্ত্র বিতরণের কাজকে আরো শক্তিশালী করে তুলেছেন এবং সমাজের বিভিন্ন অঞ্চলে অসহায়দের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করছে।

এ ব্যাপারে *মোহাম্মদ মাহমুদুর রহমান* পীর সাহেব হুজুর আরও বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের সবার জন্য একটি শিক্ষা। সমাজের উন্নতি এবং মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে।”
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে আরো অনেক মানুষ উপকৃত হয়েছেন, এবং এটি একটি বৃহৎ কর্মসূচির প্রথম পর্ব। পরবর্তীতে আরও বেশি সংখ্যক শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে শীতকালীন কষ্ট থেকে আরও অনেক মানুষকে রক্ষা করা যায়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=367 1
জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন নিপুণ https://www.dailyamaderfuram.com/?p=341 https://www.dailyamaderfuram.com/?p=341#respond Fri, 10 Jan 2025 09:31:44 +0000 https://deshamar24.com/?p=341
                               চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাসরিন আক্তার নিপুণকে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সেই সঙ্গে তার লন্ডন যাত্রাও বাতিল করা হয়।

মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, বিগত আ.লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=341 0
ছয় ব্যাংকে বিশেষ নিরীক্ষা শুরু, নির্ধারিত হবে ব্যাংকের গুলার ভবিষ্যৎ https://www.dailyamaderfuram.com/?p=272 https://www.dailyamaderfuram.com/?p=272#respond Thu, 09 Jan 2025 10:17:42 +0000 https://deshamar24.com/?p=272 আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়া ছয়টি ব্যাংকের সম্পদের (ঋণের) প্রকৃত আর্থিক চিত্র বের করতে নিরীক্ষা শুরু করেছে দুই বৈশ্বিক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি। এসব ব্যাংক একীভূত, অধিগ্রহণ, অবসায়ন করা হবে নাকি মূলধন জুগিয়ে ও ঋণ আদায় জোরদার করে শক্তিশালী করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে। ফলে নিরীক্ষা শেষে নির্ধারিত হবে এসব ব্যাংকের ভবিষ্যত।

আগামী ছয় মাসের মধ্যে এই বিশেষ নিরীক্ষা শেষ করার পরিকল্পনা করা হয়েছে। বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ কাজের জন্য অর্থ দিচ্ছে।

ব্যাংক ছয়টি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ইতিমধ্যে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানো হয়েছে।

এই নিরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ব্যাংকের জন্য একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে বিশেষ দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নিরীক্ষা প্রতিষ্ঠানেরও একজন কর্মকর্তা বিশেষ দায়িত্বে থাকবেন। কী কী তথ্যের ভিত্তিতে নিরীক্ষা করা হবে, ইতিমধ্যে ব্যাংকগুলোকে তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুই নিরীক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় নিরীক্ষক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক ছয়টিতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। আগামী সপ্তাহের শুরুতে দুই নিরীক্ষা সংস্থার একাধিক প্রতিনিধি দেশে আসার কথা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্রমতে, আর্নেস্ট অ্যান্ড ইয়াং নিরীক্ষা করছে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের সম্পদের প্রকৃত মান। কেপিএমজির নিরীক্ষার আওতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সম্পদ। এর মধ্যে চারটি ব্যাংকের মালিকানা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলমের হাতে। তাঁর মালিকানাধীন ব্যবসায়ী গোষ্ঠীটি এসব ব্যাংকের বড় অঙ্কের অর্থ নামে-বেনামে বের করে নেয়, যা এখন ফেরত আসছে না। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

কেন এই নিরীক্ষা
ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নানা তথ্য চেয়েছে, যা নিরীক্ষকদের সরবরাহ করা হবে। চিঠিতে বলা হয়েছে, ব্যাংকিং খাত সংস্কারে একটি টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক, যার লক্ষ্য হলো ঋণদানে শৃঙ্খলা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সেবাদান নিশ্চিত, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনগণের আস্থা বৃদ্ধি করা। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করতে চায়। ব্যাংকিং খাতের আন্তর্জাতিক ব্যবসায় ব্যাপক অংশগ্রহণ রয়েছে এবং বিভিন্ন পক্ষ জড়িত থাকে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানও রয়েছে। এই বিবেচনায় আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকগুলোর সম্পদের গুণগত মানের সঠিক মূল্যায়ন করতে নিয়োগ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক একটি আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানকে ব্যাংকগুলোর সম্পদ গুণগত মান পর্যালোচনা (একিউআর) করতে নিয়োগ করেছে। এই পর্যালোচনার আওতায় আসবে ব্যাংকগুলোর গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্পদ। প্রক্রিয়ার অংশ হিসেবে পরামর্শদাতা প্রতিষ্ঠান ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা, নিরীক্ষক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহের জন্য যোগাযোগ করবে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলোর যে ক্ষতি করা হয়েছে, তা স্থানীয় ভালো নিরীক্ষক দিয়ে বের করা হলে তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলত। এ জন্য আন্তর্জাতিক নিরীক্ষা খুবই সময়োপযোগী উদ্যোগ। এতে অনিয়মের প্রকৃত সুবিধাভোগী ও কারা দায়ী তা বের হবে। তাদের প্রতিবেদন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, যা দিয়ে প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আইনি কাজে ব্যবহার করা যাবে। এতে অনেকের মুখও বন্ধ করা যাবে।’

যেসব তথ্য খোঁজা হচ্ছে
চিঠিতে একিউআর প্রক্রিয়ায় কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে। এগুলো হলো আর্থিক নীতিমালা, সম্পদের ঝুঁকি ও মূল্যায়ন; অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নীতিমালা, ঋণ শ্রেণীকরণ ও পুনঃতফসিল ঋণ। এ ছাড়া একক ঋণগ্রহীতা ও বড় ঋণের সীমা–সম্পর্কিত নীতিমালা, ব্যাংকের বড় খেলাপি ঋণগ্রহীতা এবং অন্যান্য ঋণঝুঁকি কমাতে ব্যাংকের হিসাবরক্ষণ নীতিমালা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণপদ্ধতির মূল্যায়ন করা হবে। পাশাপাশি বিদ্যমান নিয়মাবলি অনুযায়ী তারল্য ও বিনিয়োগ নীতিমালার মূল্যায়ন করা হবে।

ঋণপত্রসহ ব্যাংকের অন্য ঋণ অনুমোদন ও ঋণঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর আন্তর্জাতিক সেরা অনুশীলন এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যতাসহ ঋণের গুণগত মূল্যায়ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে ব্যাংকের ঋণ শ্রেণীকরণের এবং আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন করে লোকসানের প্রকৃত চিত্র; ব্যাংকের বৈদেশিক দায় নির্ধারণ করা এবং তা কেন্দ্রীয় ব্যাংকের নীতি মেনে হয়েছে কি না; ব্যাংকের পৃথক ঋণ এবং সিকিউরিটিজ পর্যালোচনা; ঋণ ছাড়া অন্যান্য সম্পদ যার ঋণঝুঁকি আছে—এসব বিষয়ও পর্যালোচনা করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নথি অনুযায়ী, ঋণের বিপরীতে যে জামানত আছে, তা মূল্যায়ন করবেন নিরীক্ষকেরা। এর পাশাপাশি জব্দ সম্পত্তির দামও পর্যালোচনা করা হবে। বড় খেলাপি ও ইচ্ছাকৃত ঋণগ্রহীতাদের চিহ্নিত করা এবং এ–সংক্রান্ত পদ্ধতির মূল্যায়ন করা হবে। বড় ঋণের সীমার উদ্দেশ্যে, একক ঋণগ্রহীতা গ্রুপ এবং গ্রুপ–সম্পর্কিত পক্ষকে চিহ্নিত করার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে ঋণের সঙ্গে সাবেক ও বর্তমান পরিচালক এবং অন্য ব্যাংকের পরিচালকদের সম্পর্ক আছে কি না, তা চিহ্নিত করা হবে। ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ঋণ পর্যালোচনা এবং চিহ্নিত করা হবে এ নিরীক্ষার আওতায়। নিরীক্ষার আওতায় আনা ব্যাংকের সম্পদের গঠন বিশ্লেষণ করা হবে।

ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নথিপত্র তৈরি করে তা ছেপে ও ইলেকট্রনিক ফরম্যাটে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি এই নথিপত্রগুলোর একটি কপি সংরক্ষণ করতে হবে, যা পরামর্শদাতা প্রতিষ্ঠানকে দেওয়া যাবে। নিযুক্ত পরামর্শদাতা প্রতিষ্ঠানকে কার্যকরভাবে সম্পদের গুণগত মান পর্যালোচনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে পূর্ণ সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=272 0
বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি https://www.dailyamaderfuram.com/?p=265 https://www.dailyamaderfuram.com/?p=265#respond Thu, 09 Jan 2025 09:33:00 +0000 https://deshamar24.com/?p=265 আলোচিত পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার (৫ জানুয়ারি) তাদের ছুটিতে পাঠানোর  নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো, এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক। এর আগে শনিবার ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=265 0
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা https://www.dailyamaderfuram.com/?p=266 https://www.dailyamaderfuram.com/?p=266#respond Thu, 09 Jan 2025 09:28:06 +0000 https://deshamar24.com/?p=266 নিউজ ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগরে এক্সক্যাভেটর ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। অভিযানে মুরাদনগর সদর ইউনিয়নের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ এলাকা থেকে ১টি এক্সক্যাভেটর অপসারণসহ মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বাপ্পি নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা সহ ২ টি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের ইউসুফনগর এলাকা হতে ৪ টি ড্রেজার ও প্রায় ২হাজার ৫শত ফুট পাইপ অপসারণসহ অবৈধ ড্রেজিং এর অপরাধে বিল্লাল নামের এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে ধামঘর ইউনিয়নের পরমতলা এলাকা হতে ১ টি এক্সক্যাভেটর অপসারণ করে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=266 0