ফেসবুক নিউজ – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি Sat, 11 Jan 2025 13:56:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://www.dailyamaderfuram.com/wp-content/uploads/2026/01/cropped-fevoconff-32x32.jpg ফেসবুক নিউজ – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com 32 32 বাধ্য হয়েই বিয়ের পিঁড়িতে জোভান-তটিনী! https://www.dailyamaderfuram.com/?p=371 https://www.dailyamaderfuram.com/?p=371#respond Sat, 11 Jan 2025 11:31:01 +0000 https://deshamar24.com/?p=371 ছোট পর্দার দুই প্রিয় মুখ জোভান ও তটিনী। একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন তারা। এবার এই দুই তারকা বাধ্য হয়ে করেছেন বিয়ে!

প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায়। কিন্তু এতটা পরস্পরবিরোধী প্রেমিক-প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি। যেমনটা দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া জোভান-তটিনীর ‘বিয়ের গণ্ডগোল’ থেকে।ন জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। গল্পটির প্রধান দুই চরিত্র অনিক আর তন্দ্রা।

নাটকটির গল্পে দেখা গেছে, অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, যে সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো।

 

 

নাটকটিতে, অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে।আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে।

নির্মাতা মাসরিকুল আলম জানান, নাটকটির গল্প তো এখন সবারই জানা। তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্নমাত্রার গল্প দেখাতে। দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে, সেই চেষ্টায় আমরা কিছুটা সফল। বলা উচিত, অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ জোভান ও তটিনী নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।

‘বিয়ের গণ্ডগোল’-এ অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ।

 

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=371 0
*শীতবস্ত্র বিতরণ ১ম পর্ব – ২০২৫: পীর সাহেব হুজুরের উপহার* https://www.dailyamaderfuram.com/?p=367 https://www.dailyamaderfuram.com/?p=367#comments Sat, 11 Jan 2025 09:01:47 +0000 https://deshamar24.com/?p=367

*সোনাকান্দা, ২০২৫:*
সোনাকান্দা দরবার শরীফের পরিচালনায় #ইনফাক্ব_ফর_হিউম্যান উদ্যোগে শীতবস্ত্র বিতরণের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন *অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর*, যিনি বাংলাদেশের *তালিমে হিযবুল্লাহ* সংগঠনের আমির। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, “আমাদের কর্তব্য হলো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করতে চাই।”

এছাড়াও, এ উদ্যোগের সফল বাস্তবায়নে *বাংলাদেশ তালিমে হিযবুল্লাহ* ও *বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা* এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর সার্বিক সহযোগিতা ছিল। তারা এই শীতবস্ত্র বিতরণের কাজকে আরো শক্তিশালী করে তুলেছেন এবং সমাজের বিভিন্ন অঞ্চলে অসহায়দের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করছে।

এ ব্যাপারে *মোহাম্মদ মাহমুদুর রহমান* পীর সাহেব হুজুর আরও বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের সবার জন্য একটি শিক্ষা। সমাজের উন্নতি এবং মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে।”
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে আরো অনেক মানুষ উপকৃত হয়েছেন, এবং এটি একটি বৃহৎ কর্মসূচির প্রথম পর্ব। পরবর্তীতে আরও বেশি সংখ্যক শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে শীতকালীন কষ্ট থেকে আরও অনেক মানুষকে রক্ষা করা যায়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=367 1
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান https://www.dailyamaderfuram.com/?p=360 https://www.dailyamaderfuram.com/?p=360#respond Sat, 11 Jan 2025 07:33:23 +0000 https://deshamar24.com/?p=360
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজিং ও মাটিকাটার বিরুদ্ধে দিনব্যাপী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। অভিযানে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এলাকা থেকে ৩টি ট্রাক্টর অপসারণসহ মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: শরিফ ও মো: বাদল নামের দুই ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা এলাকা হতে ১ টি এক্সক্যাভেটর অপসারন, আকবপুর ইউনিয়নের মেটাংঘর এলাকা হতে ২টি ড্রেজার ও ১হাজার ৫শত ফুট পাইপ অপসারন, একই ইউনিয়নের পীরকাশিমপুর এলাকা হতে ২টি ড্রেজার ও ৩হাজার ফুট পাইপ অপসারন এবং চারপুরিয়া বিল হতে ২টি ড্রেজার ও ২হাজার ফুট পাইপ অপসারনসহ ১টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=360 0
জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন নিপুণ https://www.dailyamaderfuram.com/?p=341 https://www.dailyamaderfuram.com/?p=341#respond Fri, 10 Jan 2025 09:31:44 +0000 https://deshamar24.com/?p=341
                               চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাসরিন আক্তার নিপুণকে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সেই সঙ্গে তার লন্ডন যাত্রাও বাতিল করা হয়।

মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, বিগত আ.লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=341 0
সকাল ১০:৪০ হতে দুপুর ১৩:৩০ পর্যন্ত নিম্মোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে: https://www.dailyamaderfuram.com/?p=254 https://www.dailyamaderfuram.com/?p=254#respond Thu, 09 Jan 2025 08:26:59 +0000 https://deshamar24.com/?p=254 মুরাদনগর গ্রীড হতে ঠিকাদার কর্তৃক নির্মিত ৩৩কেভি লাইনে কাজ করার জন্য মুরাদনগর-৪ উপকেন্দ্র, MU1-5E ও MU1-7G ফিডার সাটডাউন প্রয়োজন হবে। উল্লেখিত কাজ করার জন্য আজ (০৯/০১/২৫ ইং) সকাল ১০:৪০ হতে দুপুর ১৩:৩০ পর্যন্ত নিম্মোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
ইউনিয়নের নাম :
* কামাল্লা
* রামচন্দ্রপুর উত্তর
. রামচন্দ্রপুর দক্ষিণ
* বাঙ্গুরা পশ্চিম (আংশিক গ্রামের নাম -বস নোয়াগাঁও, কালিপুর)
* ফরদাবাদ (আংশিক গ্রামের নাম -গাউরাটুল)
* শীকাইল(আংশিক গ্রামের নাম -পিপিরিয়া,পেন্নাই, বরিয়াচরা)
* রামকৃষ্ণপুর( আংশিক গ্রামের নাম -বালুয়াকান্দি)
* চান্দেরচর (আংশিক গ্রামের নাম- সিতারামপুর)
* যাত্রাপুর, রঘুরামপুর, মোচাগড়া( আংশিক)
* নগরপাড়, শিবানীপুর, উত্তর ত্রিশ, হোসেনতলা, নবীপুর, করিমপুর

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=254 0
একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন https://www.dailyamaderfuram.com/?p=109 https://www.dailyamaderfuram.com/?p=109#respond Wed, 08 Jan 2025 13:28:36 +0000 https://deshamar24.com/?p=109 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=109 0
হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘানিশিল্প https://www.dailyamaderfuram.com/?p=106 https://www.dailyamaderfuram.com/?p=106#respond Wed, 08 Jan 2025 13:26:19 +0000 https://deshamar24.com/?p=106 বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গবাদিপশু-চালিত ঘানি তেল শিল্প। একসময় এই ঘানিতে সরিষা ও তিলসহ বিভিন্ন তেলবীজ থেকে উৎপাদিত খাঁটি তেল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত ছিল। পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত এই শিল্প গ্রামীণ অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। তবে আধুনিক প্রযুক্তির প্রসার, মেশিনে তেলের সহজলভ্যতা এবং নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে ঘানি তেল শিল্প এখন বিলুপ্তির পথে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মো. আছিমুদ্দিন (৬৫) তার পৈতৃক সূত্রে ৩৫-৪০ বছর ধরে এ পেশায় নিয়োজিত। তার ভাষায়, একসময় প্রতিটি বাড়িতেই তেল ভাঙানোর প্রচলন ছিল। কাঠ দিয়ে তৈরি ঘানি মেশিন এক বছর ধরে ব্যবহার করা যায় এবং এটি তৈরি করতে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। ৬ কেজি সরিষা থেকে ২ লিটার তেল এবং ৪ কেজি খৈল পাওয়া যায়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=106 0
ব্যাংকে কোনো ডলার সংকট নেই : বাণিজ্য উপদেষ্টা https://www.dailyamaderfuram.com/?p=103 https://www.dailyamaderfuram.com/?p=103#respond Wed, 08 Jan 2025 12:58:09 +0000 https://deshamar24.com/?p=103 গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। আমাদের রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ব্যাংকে ডলার সংকট, এই তথ্য সঠিক নয়। ব্যাংকে কোনো ডলার সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আলুর দাম ৫০ টাকারও কম। কিছুদিন আগেও অপ্রত্যাশিতভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসছে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=103 0
পুরুষ ও মহিলা সৈনিক নেবে সেনাবাহিনী https://www.dailyamaderfuram.com/?p=100 https://www.dailyamaderfuram.com/?p=100#respond Wed, 08 Jan 2025 12:54:06 +0000 https://deshamar24.com/?p=100 সাধারণ ও টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা কোটা অনুযায়ী মোট তিনটি ধাপে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। বাছাই পদ্ধতিসহ বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মাহমুদবাছাই পদ্ধতি
স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা—লিখিত পরীক্ষায় এই বিষয়গুলোর ওপর প্রশ্ন করা হবে। সাধারণ ট্রেডের পরীক্ষা নেওয়া হবে জেলা বা বিভাগ অনুযায়ী বিভিন্ন সেনানিবাসে। টেকনিক্যাল পদের পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে বগুড়া, চট্টগ্রাম, নাটোর, যশোর, খুলনা, টাঙ্গাইল, গাজীপুর এবং সৈয়দপুর সেনানিবাসে।
টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ব্যাবহারিক পরীক্ষাও নেওয়া হবে।

পরীক্ষার প্রস্তুতি যেভাবে

লিখিত পরীক্ষায় সাধারণ ট্রেডের ক্ষেত্রে নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবইয়ের সিলেবাস অনুসারে প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক বিষয়ে আপডেট থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সাধারণ ট্রেডের মতোই প্রস্তুতির সঙ্গে যার যার সংশ্লিষ্ট ট্রেডে লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=100 0
দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান https://www.dailyamaderfuram.com/?p=53 https://www.dailyamaderfuram.com/?p=53#respond Wed, 08 Jan 2025 12:19:25 +0000 https://deshamar24.com/?p=53 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=53 0