লিড ছবি – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি Sun, 11 Jan 2026 13:23:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://www.dailyamaderfuram.com/wp-content/uploads/2026/01/cropped-fevoconff-32x32.jpg লিড ছবি – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com 32 32 কক্সবাজার এর ঈদগড়ে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার | https://www.dailyamaderfuram.com/?p=574 https://www.dailyamaderfuram.com/?p=574#respond Sun, 11 Jan 2026 13:15:47 +0000 https://www.dailyamaderfuram.com/?p=574 স্টাফ রিপো

মো:আরিফুল ইসলাম
স্টাফ রিপোর্টার কক্সবাজার |

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে গোপন একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে ঈদগড় ইউনিয়নের পানিশ্যাঘোনা পাহাড়ের দুর্গম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে বিশেষ দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, লোহাজাত সামগ্রীসহ প্রয়োজনীয় উপকরণ জব্দ করা হয়েছে। তবে অভিযানের আগেই অস্ত্র কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।

ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা। উদ্ধারকৃত সরঞ্জামগুলো পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=574 0
সমস্যা বাঁ চোখে, ডানটিতে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার https://www.dailyamaderfuram.com/?p=463 https://www.dailyamaderfuram.com/?p=463#respond Thu, 16 Jan 2025 08:58:33 +0000 https://deshamar24.com/?p=463 রাজধানীর ধানমন্ডি আই হসপিটালের চিকিৎসকের বিরুদ্ধে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগে ভুক্তভোগী মামলা করেন। এ মামলার পরিপেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক ডা. শাহেদারা বেগমের এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা দেড় বছরের বাচ্চার চোখের সমস্যা নিয়ে যান ধানমন্ডি আই হসপিটালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কোনো একটি জিনিসের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। পরে অপারেশনের জন্য এনেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুর স্বজনরা। তাদের দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=463 0
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ দেওয়ার আহ্বান https://www.dailyamaderfuram.com/?p=436 https://www.dailyamaderfuram.com/?p=436#respond Tue, 14 Jan 2025 05:30:31 +0000 https://deshamar24.com/?p=436 মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমানের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা ভিসার বিষয়টি আলোচনা করেন।

এসময়, কাজে যোগদানের সময়সীমা অতিক্রম করা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের দেশটিতে প্রবেশে সহায়তার অনুরোধ জানানো হয় তাকে। হাইকমিশনার জানান, এ বিষয়ে শিগগিরই বৈঠক হওয়ার হবার কথা আছে। বিষয়টি নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে। আজ মঙ্গলবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে এই কমিটির।

প্রধান উপদেষ্টা আশা করেন, বাংলাদেশি শ্রমিকদের বিষয় দ্রুত সমাধান করবে, মালয়েশিয়া।

গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এ প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা পরিকল্পনা সাজাতে পারে।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে গত ১ জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=436 0
নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন পড়শী https://www.dailyamaderfuram.com/?p=430 https://www.dailyamaderfuram.com/?p=430#respond Mon, 13 Jan 2025 10:40:12 +0000 https://deshamar24.com/?p=430                                             সংগৃহীত ছবি

গানের জগতে ব্যস্ত সময় পার করছেন সাবরিনা পড়শী। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন নতুন নতুন গান। তবে এরই মধ্যে সেরে ফেলেছেন বিয়ের কাজটিও। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাদের পরিবারের ঘনিষ্ঠজনেরা। জানা গেছে, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন পড়শী ও নিলয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসলে তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু করে পরিবার। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের খবরটি তারা এখনই সামনে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানের জড়তে পার করছেন ১৬ বছর। গানের পাশাপাশি সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=430 0
কুমিল্লায় এক মাসে ৭ খুন, ২৫ নারী-শিশু নির্যাতন https://www.dailyamaderfuram.com/?p=423 https://www.dailyamaderfuram.com/?p=423#respond Mon, 13 Jan 2025 05:38:57 +0000 https://deshamar24.com/?p=423                                      জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

কুমিল্লায় গত ডিসেম্বরে সাতটি খুনের ঘটনা হয়ছে। এ সময় ২৫টি নারী ও শিশু নির্যাতন, ছয়টি ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ৩৯৯টি মামলা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়েছে।

অপরাধ বিবরণী থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। গত ডিসেম্বরে কুমিল্লায় সাতটি খুন ও জেলায় বিভিন্ন অপরাধে মোট মামলা করা হয়েছে ৩৯৯টি। এ ছাড়া ৫৬টি অগ্নিকাণ্ড হয়েছে।

পরিসংখ্যানে জানা গেছে, ডিসেম্বর মাসে কুমিল্লায় ১০টি সড়ক দুর্ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ১৩ জন। মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী এবং টাস্কফোর্সের ১৯টি অভিযানে ৫ জন, পুলিশ ৮২২টি অভিযানে ১৪০ জন, বিজিবি ১৮৬১টি অভিযানে ৫ জন, র‌্যাবের ১৩টি অভিযানে ২৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১৬০টি অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, পরিবেশদূষণ রোধে ৭১টি অভিযানে ১০৬টি মামলায় ৭ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮টি প্রতিষ্ঠান নানা অভিযোগে বন্ধ করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৫টি প্রতিষ্ঠানকে ৯৪ হাজার টাকা জরিমানা করে।

এ ছাড়া ভোক্তা অধিকার আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৭টি অভিযান পরিচালনা করে ৪০টি মামলায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ওই মাসে বন বিভাগ ১৩৪টি অভিযান চালায়। ডিসেম্বরে মাদক ও চোরাচালান সংক্রান্ত ১১৩টি মামলা করা হয়েছে এবং ৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৯টি মোবাইল কোর্টে ৩৩২টি মামলায় ৪৯ লাখ ৯৫ হাজার ৯৫০টাকা এবং নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিচু জমিতে বালু দিয়ে ভরাট, পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪৬টি অভিযানে ৩৮ মামলায় ৩০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=423 0
মুরাদনগরে ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের দিন-রাত্রি অভিযান https://www.dailyamaderfuram.com/?p=418 https://www.dailyamaderfuram.com/?p=418#respond Sun, 12 Jan 2025 12:51:43 +0000 https://deshamar24.com/?p=418 আলমগীর হোসেন

মানুষরূপী কিছু মাটি-খাদকের নিষ্ঠুর লোভ আর নির্মম আঘাতে প্রকৃতির বুকে এক অব্যক্ত আর্তনাদ হয়ে দাঁড়িয়েছে দানবরূপী এক যন্ত্র ড্রেজার মেশিনের তাণ্ডব। ক্ষতবিক্ষত হচ্ছে ফসলের মাঠ। মানুষরূপী দানবদের থাবায় বিরাণ ভূমিতে পরিণত হচ্ছে কৃষকের ফসলি জামি। কৃষকের বুকের চাপা কষ্ট আর হাহাকার দূর করে সবুজ ফসলের স্বাদ ফিরিয়ে দিয়ে অবাধ মাটি কাটার এই আত্মঘাতী অধ্যায়ের সমাপ্তি ঘটাতে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।

শনিবার (১১ জানুয়ারি) দিনে ও রাতে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে অবৈধ ড্রেজিং ও মাটি কাটার বিরুদ্ধে সারাশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
এসময় মুরাদনগর সদর ইউনিয়নে সোনাপুর এলাকা হতে ২ টি ড্রেজার অপসারণসহ নিয়ম বহির্ভূতভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: হানিফ নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের দিলালপুর মোবারক ব্রিকসের পাশে ফসলি জমি থেকে ১ টি এক্সক্যাভেটর অপসারণ ও
ইউসুফনগর এলাকা হতে ২ টি ড্রেজার ও প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক পরিবহন আইন অমান্য করায় ৩ টি মামলায় ৫ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=418 0
চীনে আতঙ্ক ছড়ানো ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের এক নারী https://www.dailyamaderfuram.com/?p=414 https://www.dailyamaderfuram.com/?p=414#respond Sun, 12 Jan 2025 11:02:41 +0000 https://deshamar24.com/?p=414 চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) জাপান, মালয়েশিয়া ও ভারতে ছড়িয়ে পড়ার পর এবার বাংলাদেশেও একজনের দেহে শনাক্ত হয়েছে।

আজ রবিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভাইরাসটিতে একজন নারী আক্রান্ত হয়েছেন, যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, ‘এইচএমপিভি নামক ভাইরাসটিতে প্রতিবছরই দু-চারজন রোগী আক্রান্ত হচ্ছেন।’

গত ৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কোভিড-১৯ মহামারির পর চীনে বাড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ, যা আরেক স্বাস্থ্য সংকটের উদ্বেগ সৃষ্টি করছে।

তাহমিনা শিরিন বলেন, ‘হিউম্যান মেটানিউমোভাইরাসটি নতুন কোনো ভাইরাস নয়। তবে এটা শুধু চীনেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের উপস্থিতি আরও আগে থেকেই আমরা পেয়েছি। কাজেই এটা নতুন কোনো ভাইরাস নয়।’

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=414 0
বাধ্য হয়েই বিয়ের পিঁড়িতে জোভান-তটিনী! https://www.dailyamaderfuram.com/?p=371 https://www.dailyamaderfuram.com/?p=371#respond Sat, 11 Jan 2025 11:31:01 +0000 https://deshamar24.com/?p=371 ছোট পর্দার দুই প্রিয় মুখ জোভান ও তটিনী। একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন তারা। এবার এই দুই তারকা বাধ্য হয়ে করেছেন বিয়ে!

প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায়। কিন্তু এতটা পরস্পরবিরোধী প্রেমিক-প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি। যেমনটা দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া জোভান-তটিনীর ‘বিয়ের গণ্ডগোল’ থেকে।ন জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। গল্পটির প্রধান দুই চরিত্র অনিক আর তন্দ্রা।

নাটকটির গল্পে দেখা গেছে, অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, যে সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো।

 

 

নাটকটিতে, অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে।আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে।

নির্মাতা মাসরিকুল আলম জানান, নাটকটির গল্প তো এখন সবারই জানা। তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্নমাত্রার গল্প দেখাতে। দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে, সেই চেষ্টায় আমরা কিছুটা সফল। বলা উচিত, অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ জোভান ও তটিনী নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।

‘বিয়ের গণ্ডগোল’-এ অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ।

 

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=371 0
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান https://www.dailyamaderfuram.com/?p=360 https://www.dailyamaderfuram.com/?p=360#respond Sat, 11 Jan 2025 07:33:23 +0000 https://deshamar24.com/?p=360
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজিং ও মাটিকাটার বিরুদ্ধে দিনব্যাপী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। অভিযানে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এলাকা থেকে ৩টি ট্রাক্টর অপসারণসহ মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: শরিফ ও মো: বাদল নামের দুই ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা এলাকা হতে ১ টি এক্সক্যাভেটর অপসারন, আকবপুর ইউনিয়নের মেটাংঘর এলাকা হতে ২টি ড্রেজার ও ১হাজার ৫শত ফুট পাইপ অপসারন, একই ইউনিয়নের পীরকাশিমপুর এলাকা হতে ২টি ড্রেজার ও ৩হাজার ফুট পাইপ অপসারন এবং চারপুরিয়া বিল হতে ২টি ড্রেজার ও ২হাজার ফুট পাইপ অপসারনসহ ১টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=360 0
জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন নিপুণ https://www.dailyamaderfuram.com/?p=341 https://www.dailyamaderfuram.com/?p=341#respond Fri, 10 Jan 2025 09:31:44 +0000 https://deshamar24.com/?p=341
                               চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাসরিন আক্তার নিপুণকে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সেই সঙ্গে তার লন্ডন যাত্রাও বাতিল করা হয়।

মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, বিগত আ.লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=341 0