আইন আদালত – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি Mon, 13 Jan 2025 06:19:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://www.dailyamaderfuram.com/wp-content/uploads/2026/01/cropped-fevoconff-32x32.jpg আইন আদালত – দৈনিক আমাদের ফোরাম https://www.dailyamaderfuram.com 32 32 কুমিল্লায় এক মাসে ৭ খুন, ২৫ নারী-শিশু নির্যাতন https://www.dailyamaderfuram.com/?p=423 https://www.dailyamaderfuram.com/?p=423#respond Mon, 13 Jan 2025 05:38:57 +0000 https://deshamar24.com/?p=423                                      জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

কুমিল্লায় গত ডিসেম্বরে সাতটি খুনের ঘটনা হয়ছে। এ সময় ২৫টি নারী ও শিশু নির্যাতন, ছয়টি ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ৩৯৯টি মামলা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়েছে।

অপরাধ বিবরণী থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। গত ডিসেম্বরে কুমিল্লায় সাতটি খুন ও জেলায় বিভিন্ন অপরাধে মোট মামলা করা হয়েছে ৩৯৯টি। এ ছাড়া ৫৬টি অগ্নিকাণ্ড হয়েছে।

পরিসংখ্যানে জানা গেছে, ডিসেম্বর মাসে কুমিল্লায় ১০টি সড়ক দুর্ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ১৩ জন। মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী এবং টাস্কফোর্সের ১৯টি অভিযানে ৫ জন, পুলিশ ৮২২টি অভিযানে ১৪০ জন, বিজিবি ১৮৬১টি অভিযানে ৫ জন, র‌্যাবের ১৩টি অভিযানে ২৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১৬০টি অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, পরিবেশদূষণ রোধে ৭১টি অভিযানে ১০৬টি মামলায় ৭ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮টি প্রতিষ্ঠান নানা অভিযোগে বন্ধ করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৫টি প্রতিষ্ঠানকে ৯৪ হাজার টাকা জরিমানা করে।

এ ছাড়া ভোক্তা অধিকার আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৭টি অভিযান পরিচালনা করে ৪০টি মামলায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ওই মাসে বন বিভাগ ১৩৪টি অভিযান চালায়। ডিসেম্বরে মাদক ও চোরাচালান সংক্রান্ত ১১৩টি মামলা করা হয়েছে এবং ৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৯টি মোবাইল কোর্টে ৩৩২টি মামলায় ৪৯ লাখ ৯৫ হাজার ৯৫০টাকা এবং নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিচু জমিতে বালু দিয়ে ভরাট, পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪৬টি অভিযানে ৩৮ মামলায় ৩০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=423 0
জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন নিপুণ https://www.dailyamaderfuram.com/?p=341 https://www.dailyamaderfuram.com/?p=341#respond Fri, 10 Jan 2025 09:31:44 +0000 https://deshamar24.com/?p=341
                               চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাসরিন আক্তার নিপুণকে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সেই সঙ্গে তার লন্ডন যাত্রাও বাতিল করা হয়।

মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, বিগত আ.লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=341 0
বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি https://www.dailyamaderfuram.com/?p=265 https://www.dailyamaderfuram.com/?p=265#respond Thu, 09 Jan 2025 09:33:00 +0000 https://deshamar24.com/?p=265 আলোচিত পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার (৫ জানুয়ারি) তাদের ছুটিতে পাঠানোর  নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো, এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক। এর আগে শনিবার ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=265 0
মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩ https://www.dailyamaderfuram.com/?p=229 https://www.dailyamaderfuram.com/?p=229#respond Thu, 09 Jan 2025 06:24:51 +0000 https://deshamar24.com/?p=229
মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ Alamgir Hossain
কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বাঙ্গরা থানার আকবপুর গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ রোমান আহম্মেদ (২০), আন্দিকূট গ্রামের মৃত আলী হোসেন ব্যাপারীর ছেলে মোঙ্গল মিয়া (৫৫) ও ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরের কহরপাড়া (টেকা বাড়ী) এলাকার আ: রশিদ মিয়ার ছেলে মো: জহিরুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) নাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান করাকালীন সময় আন্দিকুট এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মোঃ রোমান আহম্মেদ (২০) ও
মোঙ্গল মিয়া (৫৫) কে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারির চালিত অটোরির সাথে জব্দ করা হয়।
অপরদিকে আকবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মো: জহিরুল ইসলামকে আটক ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=229 0
একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন https://www.dailyamaderfuram.com/?p=109 https://www.dailyamaderfuram.com/?p=109#respond Wed, 08 Jan 2025 13:28:36 +0000 https://deshamar24.com/?p=109 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=109 0
হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘানিশিল্প https://www.dailyamaderfuram.com/?p=106 https://www.dailyamaderfuram.com/?p=106#respond Wed, 08 Jan 2025 13:26:19 +0000 https://deshamar24.com/?p=106 বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গবাদিপশু-চালিত ঘানি তেল শিল্প। একসময় এই ঘানিতে সরিষা ও তিলসহ বিভিন্ন তেলবীজ থেকে উৎপাদিত খাঁটি তেল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত ছিল। পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত এই শিল্প গ্রামীণ অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। তবে আধুনিক প্রযুক্তির প্রসার, মেশিনে তেলের সহজলভ্যতা এবং নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে ঘানি তেল শিল্প এখন বিলুপ্তির পথে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মো. আছিমুদ্দিন (৬৫) তার পৈতৃক সূত্রে ৩৫-৪০ বছর ধরে এ পেশায় নিয়োজিত। তার ভাষায়, একসময় প্রতিটি বাড়িতেই তেল ভাঙানোর প্রচলন ছিল। কাঠ দিয়ে তৈরি ঘানি মেশিন এক বছর ধরে ব্যবহার করা যায় এবং এটি তৈরি করতে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। ৬ কেজি সরিষা থেকে ২ লিটার তেল এবং ৪ কেজি খৈল পাওয়া যায়।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=106 0
ব্যাংকে কোনো ডলার সংকট নেই : বাণিজ্য উপদেষ্টা https://www.dailyamaderfuram.com/?p=103 https://www.dailyamaderfuram.com/?p=103#respond Wed, 08 Jan 2025 12:58:09 +0000 https://deshamar24.com/?p=103 গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। আমাদের রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ব্যাংকে ডলার সংকট, এই তথ্য সঠিক নয়। ব্যাংকে কোনো ডলার সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আলুর দাম ৫০ টাকারও কম। কিছুদিন আগেও অপ্রত্যাশিতভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসছে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=103 0
পুরুষ ও মহিলা সৈনিক নেবে সেনাবাহিনী https://www.dailyamaderfuram.com/?p=100 https://www.dailyamaderfuram.com/?p=100#respond Wed, 08 Jan 2025 12:54:06 +0000 https://deshamar24.com/?p=100 সাধারণ ও টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা কোটা অনুযায়ী মোট তিনটি ধাপে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। বাছাই পদ্ধতিসহ বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মাহমুদবাছাই পদ্ধতি
স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা—লিখিত পরীক্ষায় এই বিষয়গুলোর ওপর প্রশ্ন করা হবে। সাধারণ ট্রেডের পরীক্ষা নেওয়া হবে জেলা বা বিভাগ অনুযায়ী বিভিন্ন সেনানিবাসে। টেকনিক্যাল পদের পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে বগুড়া, চট্টগ্রাম, নাটোর, যশোর, খুলনা, টাঙ্গাইল, গাজীপুর এবং সৈয়দপুর সেনানিবাসে।
টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ব্যাবহারিক পরীক্ষাও নেওয়া হবে।

পরীক্ষার প্রস্তুতি যেভাবে

লিখিত পরীক্ষায় সাধারণ ট্রেডের ক্ষেত্রে নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবইয়ের সিলেবাস অনুসারে প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক বিষয়ে আপডেট থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সাধারণ ট্রেডের মতোই প্রস্তুতির সঙ্গে যার যার সংশ্লিষ্ট ট্রেডে লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=100 0
দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান https://www.dailyamaderfuram.com/?p=53 https://www.dailyamaderfuram.com/?p=53#respond Wed, 08 Jan 2025 12:19:25 +0000 https://deshamar24.com/?p=53 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=53 0
আগামী সপ্তাহে চাঁদে নভোযান পাঠাচ্ছে মার্কিন কম্পানি https://www.dailyamaderfuram.com/?p=50 https://www.dailyamaderfuram.com/?p=50#respond Wed, 08 Jan 2025 12:15:17 +0000 https://deshamar24.com/?p=50 মার্কিন কম্পানি ফায়ারফ্লাই অ্যারোস্পেস নাসার একটি পরীক্ষামূলক কর্মসূচির অধীনে আগামী সপ্তাহে চাঁদে একটি নভোযান পাঠাচ্ছে। সংস্থাটি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি বুধবার এ খবর জানিয়ে বলেছে, নাসা এই অভিযানের ব্যয় কমাতে বাণিজ্যিক খাতের সঙ্গে অংশীদারি করছে। এই অভিযান সফল হলে তা হবে অ্যাপোলো যুগের অবসানের পর দ্বিতীয়বারের মতো মার্কিন কোনো রোবটিক মহাকাশযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণ।
টেক্সাসভিত্তিক ফায়ারফ্লাই স্পেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে লিখেছে, ‘প্রস্তুত হন! চাঁদে আমাদের যাত্রা বুধবার (১৫ জানুয়ারি) ইএসটি সময় মধ্যরাত ১টা ১১ মিনিটে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে চড়ে শুরু হবে।’

কম্পানির ল্যান্ডার ব্লু ঘোস্ট ৬.৬ ফুট লম্বা ও ১১.৫ ফুট চওড়া। এর লক্ষ্য হবে চাঁদের উত্তর-পূর্ব দিকে মারে ক্রিসিয়ামের মধ্যে অবস্থিত মনস ল্যাট্রেইল নামের একটি আগ্নেয়গিরির জায়গায় ১০টি বিজ্ঞান গবেষণা প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শনের জন্য সরঞ্জাম সরবরাহ করা। ব্লু ঘোস্ট চাঁদের উদ্দেশে ৪৫ দিন ভ্রমণ করবে।

]]>
https://www.dailyamaderfuram.com/?feed=rss2&p=50 0